যে ৯টি লক্ষণ দেখলে বুঝবেন, সঙ্গিনী কর্তৃত্ব করতে চাইছেন

লাইফ স্টাইল December 21, 2016 888
যে ৯টি লক্ষণ দেখলে বুঝবেন, সঙ্গিনী কর্তৃত্ব করতে চাইছেন

আপনি কী করছেন, না করছেন এর পুরোটাই কি নিয়ন্ত্রণ করেন তিনি? তার কথা মেনেই চলতে হয় আপনাকে? ইহাই প্রথম লক্ষণ।


হিংসে হল দ্বিতীয় অস্ত্র। আপনার ধারেকাছে কাউকে ঘেঁষতে না দেওয়া হল এই মনোবৃত্তির লক্ষণ। আপনার উপরে অধিকার একমাত্র তার।


আপনার সঙ্গিনী কি প্রতিটি কথায় প্রতিক্রিয়া দিয়ে থাকেন? বিশেষ করে তার মনমতো কিছু না হলেই চটে লাল। 'আমাকে রাগিয়ে দিও না'-এ ধরনের হুমকি দিয়ে থাকেন নিয়মিত।


অতীত টেনে এনে বারেবারে আপনাকে বিদ্ধ করছেন। নিজে অতীতে কত ভাল ছিলেন, তার খতিয়ান দিচ্ছেন।


সব দোষ নিজের ঘাড় থেকে আপনার ঘাড়ে চালান করে দিচ্ছেন কি?


মদ্যপান বা ধূমপানের প্রতিবাদ এমনভাবে করেন যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে। মদ্যপান বা ধূমপানের এই বিরোধিতা হল মোক্ষম অস্ত্র।


খেয়াল রাখুন, খুব দ্রুত আপনার সঙ্গিনী কোনও কিছুর সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন কি না। ধরা যাক, আপনি একটি ফ্রিজ কিনলেন। তিনি খুব দ্রুত সেটির সঙ্গে নিজেকে যুক্ত করে ফেললেন। অর্থাৎ, সেটির উপরে তার কর্তৃত্ব কায়েম হল।


বাবা বা সংসারের ছেলে অথবা বয়ফ্রেন্ড হিসেবে আপনি কতটা অপদার্থ, তা বারেবারে বুঝিয়ে দেন কি? সেটা খেয়াল রাখুন।