গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ - ৯ম পর্ব

অনলাইনে পড়াশোনা December 19, 2016 1,358
গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ - ৯ম পর্ব

👉 বেশি কথা বলে যে—বাচাল।


👉 বরণ করার যোগ্য—বরণীয়।


👉 বিচার নেই এমন—অবিচার্য।


👉 ব্যাকরণ জানেন যিনি—বৈয়াকরণ।


👉 বীরদের মধ্যে শ্রেষ্ঠ—বীরশ্রেষ্ঠ।


👉 বেঁচে আছে এমন—জীবিত।


👉 বিনা পয়সায়—মুফত/মাগনা।


👉 বিভিন্ন জাতি সম্পর্কীয়—বহুজাতিক।


👉 বড় গ্রহকে ঘিরে যে ছোট গ্রহ ঘোরে—উপগ্রহ।


👉 ভয় নেই যার—নির্ভীক।


👉 ভিক্ষার অভাব—দুর্ভিক্ষ।


👉 ভাষা সম্পর্কে যিনি বিশেষ জ্ঞান রাখেন — ভাষাবিদ।


👉 ভোজন করতে ইচ্ছুক—বুভুক্ষু।


👉 ভাবা যায় না এমন—অভাবনীয়।


👉 ভ্রমরের গান—গুঞ্জন।


👉 মধুর ধ্বনি—মধুরা।


👉 মরণ পর্যন্ত—আমরণ।


👉 মৃতের মতো অবস্থা—মুমূর্ষু।


👉 মেধা আছে যার—মেধাবী।


👉 ময়ূরের ডাক—কেকা।