শীত ঠেকানোর ‘এক্সক্লুসিভ’ প্রস্তুতি!

মজার সবকিছু December 19, 2016 1,233
শীত ঠেকানোর ‘এক্সক্লুসিভ’ প্রস্তুতি!

শীত চলে এসেছে। শীতকে ঠেকাতে যেনতেন প্রস্তুতিতে কাজ হবে না, এজন্য চাই তিন ধাপের প্রস্তুতি। দেখে নিন সব ‘এক্সক্লুসিভ’ প্রস্তুতি!


প্রাথমিক প্রস্তুতি : এ পর্যায়ে আবহাওয়া অফিসের আগাম পূর্বাভাস জেনে নিতে হবে। এবার কি শীত বেশি নাকি কম পড়বে, তা জানতে হবে। পূর্বাভাসে যদি বলা হয় ‘শীত কম পড়বে’ তবে মনে করতে হবে ‘এবার শীত একটু বেশিই পড়বে’! কারণ আবহাওয়ার পূর্বাভাস বেশির ভাগ সময়ই উল্টোটা হয়ে থাকে!


মাধ্যমিক প্রস্তুতি : এ পর্যায়ে আপনাকে ঘরে মনোযোগ দিতে হবে। ঘরের কোন চিপায় কোন বাক্সে বা ট্রাঙ্কে শীত নিবারণী পোশাক, কম্বল রেখেছেন, সেগুলো খুঁজে বের করতে হবে। শীত নিবারণী পোশাক বাক্স থেকে বের করার সময় নাক চাপা দিয়ে রাখতে হবে। নইলে দেখা যাবে, দীর্ঘদিন বাক্সবন্দি থাকা পোশাকের উদ্ভট গন্ধে মাথা ঘুরান্টি দিয়ে ফেলতে পারে!


চূড়ান্ত প্রস্তুতি : শীত ঠেকানোর প্রস্তুতির এ পর্যায়ে শীতকালীন সময়টাতে কীভাবে গোসল করতে হবে, কীভাবে বাথরুমে গোসল করতে গিয়ে হাত-মুখ ধুয়ে বেরিয়ে আসতে হবে, সপ্তাহের কোনো কোন দিন গরম পানি দিয়ে কোনরকমে কাকভেজা হয়ে গোসল করতে হবে- এসব বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কেননা, পুরো শীতকালে গোসল করাটাই হচ্ছে সবচেয়ে বড় আতঙ্কের কাজ!


সূত্রঃ এনটিভি অনলাইন