১ বছরে থ্রিজি গ্রাহক বেড়েছে ১ কোটি

BTRC News December 19, 2016 1,808
১ বছরে থ্রিজি গ্রাহক বেড়েছে ১ কোটি

নতুন প্রযুক্তির মোবাইল সেবার দিকে ঝুঁকছেন গ্রাহক। দ্বিতীয় প্রজন্মের বদলে তৃতীয় প্রজন্মের সেবার ব্যবহার বাড়ছে। এতে এক বছরে এক কোটি আট লাখ থ্রিজি সংযোগ পেয়েছে দেশের পাঁচটি মোবাইল ফোন অপারেটর।


আগের অর্থবছর শেষে সব অপারেটরের থ্রিজি সংযোগ ছিল এক কোটি ৮০ লাখ। ২০১৫-১৬ অর্থবছর শেষে তা দাঁড়িয়েছে দুই কোটি ৮৮ লাখে।


এ সময়ে অপারেটরগুলো দেশব্যাপী থ্রিজি নেটওয়ার্ক বাড়াতে কাজ করে। বড় নগরীর পাশাপাশি ছোট শহরগুলোতেও নেটওয়ার্ক বিস্তার করে। নতুন প্রযুক্তিতে গ্রাহকদের আকৃষ্ট করতে বিভিন্ন অফারও দেয়। এর পাশাপাশি মোবাইল ইন্টারনেটের ব্যবহার বাড়তে থাকায় থ্রিজি গ্রাহক বেড়েছে বলে মনে করেন টেলিযোগাযোগ খাতের সংশ্লিষ্টরা।




সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে থ্রিজি গ্রাহক বৃদ্ধির এ তথ্য পাওয়া গেছে।


প্রতিবেদেন অনুযায়ী, গত অর্থবছরের জুন পর্যন্ত সব মিলে পাঁচ কোটি ৯৭ লাখ মোবাইল ইন্টারনেট চালু ছিল, এর মধ্যে ৪৮ দশমিক ২৮ শতাংশ দ্রুতগতির থ্রিজি ইন্টারনেট সেবা ব্যবহার করেছেন।


অবশ্য ওই সময় পর্যন্ত ১৩ কোটি ১৪ লাখ সিম দেশে চালু ছিল।


মাসওয়ারি হিসাবে, গত অর্থবছরে সবচেয়ে বেশি থ্রিজি গ্রাহক যুক্ত হয়েছে ২০১৫ সালের আগস্টে। ওই এক মাসেই অপারেটরগুলো ২৩ লাখ থ্রিজি গ্রাহক পায়।


বছরজুড়ে অবশ্য টানা দুই মাসেও থ্রিজি সংযোগ কমার উদাহরণও আছে। গত অর্থবছরের ডিসেম্বর ও জানুয়ারিতে যথাক্রমে ২ ও ১ শতাংশ সংযোগ কমে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


সুনির্দিষ্ট করে বলতে না পারলেও অপারেটরগুলোর বিভিন্ন সূত্র বলছে, নতুন অর্থবছরের পাঁচ মাস নভেম্বর শেষে ইতিমধ্যে থ্রিজি সংযোগ তিন কোটি পেরিয়ে গেছে।


বিটিআরসি মোট থ্রিজি সংযোগের হিসাব দিলেও এর মধ্যে কোন অপারেটরের থ্রিজি সংযোগ কত সেটি প্রকাশ করা হয়নি।


২০১৩ সালের একেবারে শেষ দিকে বেসরকারি মোবাইল ফোন অপারেটরগুলো দেশে থ্রিজি সেবা চালুর অনুমোদন পায়। পরের বছরের জুনের মধ্যেই থ্রিজি সংযোগ ৪৪ লাখ পেরিয়ে যায়।


অবশ্য রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক অন্যান্য বেসরকারি অপারেটরদের চেয়ে এক বছর আগে এ সেবা চালুর সুযোগ পায়। ফলে ২০১৪ সাল পর্যন্ত তারা থ্রিজি সংযোগের দিক দিয়ে অনেকটাই এগিয়ে ছিল।


তবে দিন দিন অবস্থার পরিবর্তন হয়ে এখন বেসরকারি অপারেটরগুলোই দ্রুতগতির ইন্টারনেট সেবার এ বাজার দখল করে নিয়েছে। ভয়েসের চেয়ে ডেটা ব্যবহারের প্রবৃদ্ধিও বাড়ছে উল্লেখযোগ্য হারে।- টেক শহর