অাসুন জেনে নেই কিছু অজানা তথ্য!

জানা অজানা December 19, 2016 2,129
অাসুন জেনে নেই কিছু  অজানা  তথ্য!

১।পৃথিবীর মোট জীবিত প্রানীর ৮৫ ভাগই

পানিতে বাস করে।

২।একটি হাতি ৩ মাইল দূর থেকে পানির গন্ধ পায়।

৩।ঘোড়ার লেজ কাটা গেলে সেই ঘোড়া মারা

যায়।


৪।মানুষের শরীরে যে পরিমান কার্বন কনা আছে

তা দিয়ে ৯০০০ পেন্সিল বানানো যাবে। ৫।সবুজ

আপেল ওজন কমাতে সাহায্য করে।

৬।পাখিদের খাদ্য গেলানোর জন্য অভিকর্ষজ

বলের প্রয়োজন হয়।অর্থ্যাৎ পাখিকে চাঁদের

দেশে নিয়ে গেলে সে খাদ্য খেতে পারবে

না।


৭।চিংড়ি শুধু পিছনের দিকে সাঁতার দিতে পারে।

৮।প্রজাপতির চোখের সংখ্যা মোট ১২০০ টি।

৯।মানুষের আঙ্গলের ছাপ মস্তিষ্কের থেকেও

বেশি তথ্য বহন করে।

১০।সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও দিব্যি শোনা

যায়।

১১।এক কাপ কফিতে ১০০ এরও বেশি রাসায়নিক পদার্থ আছে।


১২।সবচেয়ে লম্বা ঘাস হল বাঁশ।

১৩।আপেলে ৮৪ ভাগই পানি আছে।

১৪।প্রতিদিন মানুষ ঘুমের মধ্যে 25 থেকে 26 বার

নড়াচড়া করে।