গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ - ৮ম পর্ব

অনলাইনে পড়াশোনা December 18, 2016 1,201
গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ - ৮ম পর্ব

👉 নিজের ইচ্ছায়—স্বেচ্ছায়।


👉 পরের অধীন—পরাধীন।


👉 পা থেকে মাথা পর্যন্ত—আপাদমস্তক।


👉 পান করার ইচ্ছা—পিপাসা।


👉 প্রতিভা আছে যার—প্রতিভাবান।


👉 পরিহার করা যায় না এমন—অপরিহার্য।


👉 পান করার যোগ্য—পেয়।


👉 প্রহরা দেয় যে—প্রহরী।


👉 পাখির কলরব—কূজন।


👉 পান করার ইচ্ছা—পিপাসা।


👉 পা হতে মাথা পর্যন্ত—আপাদমস্তক।


👉 পেছনে সরে যাওয়া—পশ্চাদপসরণ।


👉 প্রাণ আছে যার—প্রাণী।


👉 ফল পাকলে যে গাছ মরে যায়—ওষধি।


👉 বাঘের ডাক—গর্জন।


👉 বয়সে সবচেয়ে ছোট—কনিষ্ঠ।


👉 বয়সে সবচেয়ে বড়—জ্যেষ্ঠ।