অ্যাপলের তারবিহীন হেডফোন বাজারে

গ্যাজেট রিভিউ December 15, 2016 1,251
অ্যাপলের তারবিহীন হেডফোন বাজারে

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল এবার তারহীন হেডফোন বাজারে নিয়ে এসেছে। এটির নাম ‘অ্যাপল এয়ারপডস’। এটি ভারতের বাজারে পাওয়া যাবে। মূল্য ১৫ হাজার ৪০০ রুপি। হেডফোনটি ব্লুটুথের মাধ্যমে কাজ করবে।


গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নতুন ওয়্যারলেস এর হেডফোনটি এখন থেকে ওয়েবসাইটি পাওয়া যাবে। অ্যাপল স্টোর, অথোরাইজড ডিলারগুলো পাওয়া যাবে।


এ হেডফোন স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করে গান শোনা, কথা বলা যাবে। এটিতে অ্যাপল ডিজিটাল অ্যাসিসট্যান্ট সিরি ব্যবহার করা যাবে।


হেডফোনটির জন্য আছে অ্যাপলের ওয়্যারলেস চার্জি কেস ও কেরিং কেস। হেডফোনসহ এই কেসের মূল্য ১৫৯ ডলার। হেডফোনটিতে আছে অ্যাপলের আল্ট্রা লো পাওয়ার ডাব্লিউ১ চিপ। এই চিপ এয়ারপড দুইটিকে সরবরাহ করবে উচ্চ মানের অডিও এবং ব্যাটারি লাইফ।


নতুন এ ওয়ারলেস এয়ারফোনটি প্রায় ১০০ দেশে পাওয়া যাবে।