সাধারন জ্ঞানের আসর - ২৬তম পর্ব

সাধারণ জ্ঞান December 14, 2016 1,375
সাধারন জ্ঞানের আসর - ২৬তম পর্ব

প্রশ্ন : বিশ্বকাপ ফুটবল ও বিশ্বকাপ ক্রিকেট খেলেছেন-

উত্তর : ভিভিয়ান রিচার্ডস। তিনি ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বিশ্বকাপ ক্রিকেট ও মাতৃভূমি অ্যান্টিগুয়ার পক্ষে বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে অংশগ্রহণ করেন।


প্রশ্ন : ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়-

উত্তর : উরুগুয়েতে। এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় ফ্রান্স ও মেক্সিকোর মধ্যে।


প্রশ্ন : বিশ্বকাপ ফুটবলে প্রথম গোলদাতার নাম-

উত্তর : ফ্রান্সের লসিয়েন লাউরেন্ত।


প্রশ্ন : বিশ্বকাপ ফুটবলে প্রথম বহিষ্কৃত খেলোয়াড়ের নাম-

উত্তর : পেরুর অধিনায়ক মারিও ডেলাস কালাস; ১৯৩০ সালে পেরু-রোমানিয়ার ম্যাচে।


প্রশ্ন : ১৯৩০ সালে মেক্সিকোর বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন-

উত্তর : আর্জেন্টিনার গুইলারমো স্ট্যাবিল।


প্রশ্ন : বিশ্বকাপে প্রথম পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন-

উত্তর : ১৯৩০ সালে আর্জেন্টিনার পাতেরনস্তার


প্রশ্ন : পেনাল্টি থেকে প্রথম গোল করেন-

উত্তর : মেক্সিকোর ম্যানুয়াল রকোয়েটস, ১৯৩০ সালে।


প্রশ্ন : প্রথম বিশ্বকাপ ফুটবল ফাইনালে প্রথম গোলদাতার নাম-

উত্তর : উরুগুয়ের পাবলো ডোরাডো।


প্রশ্ন : বিশ্বকাপে প্রথম ইউরোপীয় খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেন-

উত্তর : ইতালির অ্যাঞ্জেলো শিয়াবিওই, তিনি ১৯৩৪ সালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন।


প্রশ্ন : টেলভিশনে প্রথম বিশ্বকাপ দেখানো হয়-

উত্তর : ১৯৫৪ সালে


প্রশ্ন : বিশ্বকাপ ইতিহাসে প্রথম অমীমাংসিত খেলা-

উত্তর : ১৯৩৪ সালের অস্ট্রিয়া-ফ্রান্সের খেলা (এটি ১-১ গোলে ড্র হয়)।