কাপড় থেকে তেলের দাগ দূর করে ফেলুন এক নিমিষে

টুকিটাকি টিপস December 13, 2016 872
কাপড় থেকে তেলের দাগ দূর করে ফেলুন এক নিমিষে

সাবধান থাকলেও বিভিন্ন কারণে কাপড়ে দাগ লেগে যেতে পারে। কালির দাগ, চায়ের দাগ ছাড়াও প্রায় সময় কাপড়ে তেলের দাগ লেগে যায়। আর তেলের দাগ একবার কাপড়ে পড়লে কিছুতেই তা আর উঠতে চায় না। শেষে দেখা যায় প্রিয় কাপড়টি বাতিলের তালিকায় চলে গেছে।


বাজারের ডিটারজেন্ট দিয়ে তেল ঝোলের জেদি দাগ দূর করা সম্ভব নয়। তাহলে উপায়? উপায় তো একটি আছে আর তা হলো বেবি পাউডার। কি অবাক হচ্ছেন? আজ আপনাদের এমন একটি পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দেব যা দিয়ে যেকোনো কাপড় থেকে তেলের দাগ দূর করা সম্ভব।


যা যা লাগবে

- বেবি পাউডার

- টিস্যু পেপার

- টুথব্রাশ

- ডিশ ওয়াশিং লিকুইড


যা করবেন

১। তেল লাগা স্থানে টিস্যু পেপার দিয়ে সাবধানে চেপে তেল উঠিয়ে ফেলুন। কাজটি সাবধানে করবেন যেন অন্য কোথাও তেল লেগে না যায়।


২। এবার তেল পড়া স্থানে ট্যালকম পাউডার ছিটিয়ে দিন। ভালো করে চেপে চেপে পাউডার লাগান। বেবি পাউডারে পরিবর্তে লবণ ব্যবহার করতে পারেন।


৩। কিছুক্ষণ পর পাউডার যখন তেল শুষে নেবে, তখন ব্রাশ দিয়ে পাউডার ঘষে ঘষে তুলে ফেলুন।


৪। আরেকটি টিস্যু পেপার দিয়ে কাপড় থেকে পাউডার তুলে ফেলুন।


৫। এরপর অল্প পরিমাণ ডিশ ওয়াশিং লিকুইড দাগের উপর দিন। ফেনা উঠে আসলে একটি টুথব্রাশ দিয়ে চক্রাকারে ঘষুন। লক্ষ্য রাখবে কাপড়ে উভয়পাশে যেন ঘষা হয়।


৬। এবার পানি বা সাধারণ ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুয়ে ফেলুন।


ব্যস দূর হয়ে গেল কাপড় থেকে তেলের দাগ।


সর্তকতা

কাপড়ে তেলের দাগ লাগার সাথে সাথেই এই পদ্ধতিটি প্রয়োগ করতে হবে। যত দেরি করবেন, তেল ততটা বসে যাবে।