মাত্র ২ ঘণ্টায় উজ্জ্বল ত্বক!

রূপচর্চা/বিউটি-টিপস December 11, 2016 1,121
মাত্র ২ ঘণ্টায় উজ্জ্বল ত্বক!

মাত্র ২ ঘণ্টার মধ্যেই কালচে দাগ দূর করে ত্বক উজ্জ্বল করে ফ্ল্যাক্স সিড। তবে এর সঙ্গে আরো দুটি উপাদান মুলতানি মাটি ও মধু মেশাতে হবে। কীভাবে এই প্যাক তৈরি করবেন এবং ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। এক নজর চোখ বুলিয়ে নিন।


প্রথম ধাপ

আধা কাপ পানি চুলায় অল্প আঁচে গরম করুন। ফুটতে শুরু করলে এর মধ্যে এক টেবিল চামচ ফ্ল্যাক্স সিড দিয়ে ১০ থেকে ১৫ মিনিট গরম করুন। চামচ দিয়ে নাড়তে থাকুন। এবার চুলা বন্ধ করে একটি সাদা কাপড় দিয়ে প্যানের মুখ বেঁধে রাখুন। এভাবে এক থেকে দুই ঘণ্টা অপেক্ষা করুন।


দ্বিতীয় ধাপ

এবার পানি ঝরিয়ে ফ্ল্যাক্স সিড ভালো করে ব্লেন্ড করুন। বেশি ঘন হয়ে গেলে এর মধ্যে সামান্য দুধ মিশিয়ে নিন।


তৃতীয় ধাপ

এখন এর মধ্যে এক চা চামচ মুলতানি মাটি দিয়ে মিশ্রণ তৈরি করে নিন। মুলতানি মাটি ত্বকের দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে।


চতুর্থ ধাপ

এরপর এই মিশ্রণের মধ্যে এক টেবিল চামচ মধু দিয়ে প্যাক তৈরি করে নিন, যা আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।


পঞ্চম ধাপ

এবার মুখ ক্লিনজার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। যাতে কোনো ধরনের মেকআপ না থাকে।


ষষ্ঠ ধাপ

একটি ব্রাশে এই মিশ্রণ লাগিয়ে পুরো মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ভিজিয়ে দুই মিনিট হালকা ম্যাসাজ করুন। এবার কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন, এক নিমেষেই ত্বক উজ্জ্বল হয়ে যাবে।