পুরুষরা হেয়ার রিমুভার ব্যবহার করতে পারবে কি?

ইসলামিক শিক্ষা December 11, 2016 1,822
পুরুষরা হেয়ার রিমুভার ব্যবহার করতে পারবে কি?

প্রশ্ন : পুরুষ মানুষের অবাঞ্ছিত লোম পরিষ্কারের জন্য হেয়ার রিমুভার ক্রিম ব্যবহার করা যাবে কি?


উত্তর : উত্তম এবং সুন্নাহ হচ্ছে, তিনি ব্লেড অথবা ক্ষুরের মাধ্যমে সেটাকে রিমুভ করবেন। এটাই হচ্ছে উত্তম এবং সুন্নাহ।


রিমুভারের মাধ্যমে সেটা করাটা সুন্নাহ পরিপন্থী কাজ, ভুল কাজ এবং সে কাজটি যদি কেউ করেন, তাহলে রিমুভ হয়ে যাবে। অর্থাৎ তাঁর যেই বিধান, সেই বিধানটা পালন হয়ে যাবে; কিন্তু কাজটি শুদ্ধ নয়, ভুল কাজ। যেটা শুদ্ধ, সেটা হচ্ছে, পুরুষরা ক্ষুর অথবা ব্লেডের মাধ্যমে সেটি সম্পন্ন করবে। এটিই সুন্নতি তরিকা।