ব্রণ দূর করবে স্ট্রবেরি!

রূপচর্চা/বিউটি-টিপস December 10, 2016 758
ব্রণ দূর করবে স্ট্রবেরি!

মজার ফল স্ট্রবেরি খেতে যেমন সুস্বাদু, তেমনি ত্বকের যত্নেও এটি অতুলনীয়। ব্রণের সমস্যায় ভুগছেন যারা, তারা স্ট্রবেরির ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এটি ব্রণ দূর করার পাশাপাশি ত্বক উজ্জ্বল করবে ও বলিরেখা দূর করবে।


জেনে নিন রূপচর্চায় স্ট্রবেরির ব্যবহার-


ত্বক উজ্জ্বল করতে

কয়েকটি স্ট্রবেরির রস সংগ্রহ করে মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকের রুক্ষতা দূর হবে।


ব্রণ দূর করতে

সংবেদনশীল ত্বকের ব্রণ দূর করার জন্য খুবই কার্যকর স্ট্রবেরি। কয়েকটি স্ট্রবেরি ব্লেন্ড করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। এটি কিছুক্ষণ ত্বকে লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দূর হবে ব্রণ।


বলিরেখা দূর করতে

স্ট্রবেরি চটকে ১ চা চামচ মধু ও ১ চা চামচ দুধের সর মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক টানটান করবে এই ফেসপ্যাক।


স্ক্রাব হিসেবে

স্ট্রবেরি পেস্ট করে ১ চা চামচ নারিকেল তেল, ১ চা চামচ অলিভ অয়েল ও চিনি মেশান। এটি মুখসহ পুরো শরীরের ত্বকের ব্যবহার করতে পারবেন স্ক্রাবার হিসেবে।


ঠোঁটের কালচে ভাব দূর করতে

স্ট্রবেরি মাঝখান থেকে কেটে ঠোঁটে ঘষুন কিছুক্ষণ। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে মুছে নিন ঠোঁট। নিয়মিত এটি ব্যবহার করলে ঠোঁটের গোলাপি ভাব ফিরে আসবে।


তথ্য: বোল্ডস্কাই ম্যাগাজিন