দুই উপাদানেই ব্ল্যাকহেডস দূর!

রূপচর্চা/বিউটি-টিপস December 6, 2016 1,095
দুই উপাদানেই ব্ল্যাকহেডস দূর!

মরা চামড়া, ময়লা ও ব্যাকটেরিয়ার কারণে ব্ল্যাকহেডস দেখা দেয় ত্বকে। ব্ল্যাকহেডস আক্রান্ত ত্বক কালচে হয়ে দৃষ্টিকটু দেখায়। হাতের কাছেই থাকা দুটি উপাদানের সাহায্য দূর করতে পারবেন বিরক্তিকর এই সমস্যা।


লবণ ও টুথপেস্টের স্ক্রাব দ্রুত দূর করতে পারে ব্ল্যাকহেডস। তবে অতিরিক্ত সংবেদনশীল ত্বকে এটি ব্যবহার না করাই ভালো। ব্যবহারের আগে বুঝে নিন এটি আপনার ত্বকের ধরনের সঙ্গে খাপ খাচ্ছে কিনা।


জেনে নিন কীভাবে তৈরি ও ব্যবহার করবেন টুথপেস্টের স্ক্রাব-

পাত্রে ১ চা চামচ সাদা টুথপেস্ট নিন। ১ চা চামচ লবণ মেশান পেস্টে। আরেকটি পাত্রে ফুটন্ত পানির সঙ্গে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল ও টি ট্রি অয়েল মেশান। ফুটন্ত পানির বাষ্প ব্ল্যাকহেডস আক্রান্ত ত্বকে লাগান কিছুক্ষণ। এতে লোমকূপ নরম হয়ে ব্ল্যাকহেডস সহজে বের হয়ে আসবে।


টুথপেস্ট ও লবণের মিশ্রণ পাতলা আবরণে লাগান নাকে। ৫ মিনিট পর সামান্য পানি দিয়ে হাত ভিজিয়ে স্ক্রাব করে নিন নাকের ত্বক। বরফের টুকরা চেপে নিন নাকে। ব্ল্যাকহেডস দূর করতে সপ্তাহে একদিন এই ফেসপ্যাক ব্যবহার করবেন।