একটি নমুনা প্রশ্নপত্র

মজার সবকিছু December 6, 2016 1,615
একটি নমুনা প্রশ্নপত্র

প্রশ্নপত্রের ফাঁস এড়ানোর সহজ পথ হচ্ছে এমনভাবে প্রশ্নপত্র তৈরি করা, যাতে সহজেই ছাত্রছাত্রীরা তার উত্তর করতে পারে। একটা নমুনা প্রশ্ন দেখুন।


১. রোগ বা অসুখ করলে আমরা কার কাছে যাই?


ক. জ্যোতিষীর কাছে খ. কবির কাছে গ. ডাক্তারের কাছে ঘ. নাপিতের কাছে।


২. ধরো, তোমার এক কেজি পুঁটি মাছ দরকার। এখন তুমি কোথায় যাবে?


ক. থানায় খ. জুতার দোকানে গ. সিনেমা হলে ঘ. মাছবাজারে।


৩. খুব ভেবে বলো—ডায়রিয়া হলে কী খেতে হয়?


ক. ফুচকা খ. ওরস্যালাইন গ. তালের পিঠা ঘ. কচুর শাক।


৪. বই পড়লে আমাদের কী বাড়ে?


ক. টাকাপয়সা খ. জ্ঞানবুদ্ধি গ. মেদ ভুঁড়ি ঘ. চোখের পাওয়ার।


৫. আইনজীবীর কাছে মানুষ কেন যায়?


ক. দাওয়াত খেতে খ. চিকিৎসা করাতে গ. গান শুনতে ঘ. আইনি পরামর্শ নিতে।


৬. চাঁদাবাজরা মানুষের কাছে কী দাবি করে?


ক. চাঁদা খ. দেনমোহর গ. মামা হালিম ঘ. চিকেন বিরিয়ানি।


৭. লোকাল বাসে উঠলে আমাদের কী দিতে হয়?


ক. মোবাইল খ. খাবারদাবার গ. ভাড়া ঘ. ভিজিট।