

উত্তর : না। ইসলামে পায়ে ধরে সালাম করার কোনো বিধান নেই। এটি একেবারেই ইসলাম পরিপন্থী কাজ। সুতরাং এ বিষয়টি বোঝানোর চেষ্টা করুন। সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করুন।
এখানে আসলে মন রক্ষা করার কোনো বিষয় নেই। আমরা যদি জানি যে এটা ইসলামের বিধান নয়, তাহলে সেই কাজটি করা উচিত নয়। ইসলামের একটি বিধান স্বেচ্ছায়, জেনেশুনে লঙ্ঘন করা অত্যন্ত কঠিন কাজ। এই কাজ কঠিন পর্যায়ে পৌঁছে যায়। এটা মুরব্বিদের বোঝাতে হবে। যেটা ইসলামের বিধান নয়, সেটি করাও ঠিক নয়।
হতে পারে ইসলামের নিয়ম অনুযায়ী আপনি তাঁদের সালাম দিয়ে প্রয়োজনে তাঁদের জড়িয়ে ধরতে পারেন। তাঁদের হাতে, কপালে চুমু দিতে পারেন। এটা সুন্নাহ অনুযায়ী বৈধ। তাঁর মনটাকে জয় করতে হবে।
এভাবে করলে মন জয় হয়ে গেলে হয়তো আর অভিযোগ করবেন না। তখন হেসে হেসে হয়তো এটাও বলে দিতে পারলেন যে, আসলে পায়ে ধরে সালাম তো হাদিসে নিষেধ আছে।
সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment