বাণী-বচন : ০৬ ডিসেম্বর, ২০১৬

স্মরণীয় উক্তি December 6, 2016 743
বাণী-বচন : ০৬ ডিসেম্বর, ২০১৬

বাণী :

ফুল


ফুলের আয়ু কত স্বল্প কিন্তু সেই স্বল্প জীবন পরিধিই কত মহিমাময়।

– টমাস উইলসন


ফুল ফোটে ঝরে যাওয়ার জন্য।

– চার্লস জি ব্লানডর


মালার ফুল বাসি হলেও তার মর্যাদা কমে না।

– মার্ক টোয়েন


একটি ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না।

– জর্জ হার্বাট


যেখানে ফুল বিলুপ্ত হতে থাকে মানুষ সেখানে বাস করতে পারে না।

– নেপোলিয়ন


বচন :

বেনীর আগুন হাতে লাগা


অর্থ : পরিস্থিতির গুরুতর অবনতি ঘটা-এ কথা বোঝাতে বলা হয়।