তাড়াতাড়ি বিয়ে দেওয়ার খোঁড়া যুক্তি!

মজার সবকিছু December 4, 2016 1,303
তাড়াতাড়ি বিয়ে দেওয়ার খোঁড়া যুক্তি!

মেয়েদের বিয়ের বয়স কমপক্ষে ১৮ এবং ছেলেদের ২১ বছর করার বাধ্যতা রেখে সম্প্রতি ‘বাল্যবিবাহ নিরোধ আইন’ করার প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে ছেলে-মেয়েকে এই বয়সের আগে বিয়ে দেওয়ার জন্য অভিভাবকরা যেসব খোঁড়া যুক্তি খুঁজতে পারেন, তার কিছু মজার ধারণা—


v যেহেতু ছেলেটার ফেসবুক আইডির তথ্য অনুযায়ী বয়স এখন ২৫। সুতরাং তাঁকে বিয়ে দেওয়ার সময় এখনই।


v মেয়েটির বয়স ১৪। স্কুলে যাওয়ার পথে প্রায়ই ইভটিজিংয়ের শিকার হয়। তাই, নিরাপত্তার স্বার্থে তাকে এখনই বিয়ে দেওয়া উচিত।


v সারাদিন ছেলেটা বাসায় একা একা মনমরা হয়ে বসে থাকে। বয়স ১৬, তাতে কি? বিয়েটা দিলে অন্তত কারো সঙ্গে খোশগল্প করতে পারবে।


v মেয়ের বয়স মাত্র ১৩। এর মধ্যেই ‘আই লাভ ইউ’-এর পুরোপুরি অর্থ বুঝে, সুতরাং বিয়ে বুঝবে না কেন?


v ছেলেটা একা রুমে ঘুমোতে ভয় পায়। মাত্র ১৪ বছরের ছেলে ভয় পাওয়ারই কথা। বিয়েটা দিলে আর ভয় পাবে না।