ত্রিশের পর নারীর ওপর যেসব নিয়ম চাপানো হয়!

লাইফ স্টাইল December 4, 2016 937
ত্রিশের পর নারীর ওপর যেসব নিয়ম চাপানো হয়!

নারীদের জীবন অনেকটা বদলে যায়, যখন তার বয়স ত্রিশের কোটায় পৌঁছায়। শারীরিক, মানসিক সব দিকেই পরিবর্তন আসে। নারীরাও বিষয়টি মেনে নিয়ে চলতে শুরু করে। কিন্তু সমাজব্যবস্থা তাদের জোর করে কিছু নিয়ম দেখিয়ে দেয়, যা মানতে তাদের বাধ্য করা হয়।


অথচ বয়স কখনো নিয়মের মধ্যে মানুষকে বাঁধতে পারে না। তাহলে শুধু নারীদের জন্যই কেন এই ধরাবাঁধা নিয়ম? শুনলে অবাক হবেন, এই সময়টাতে কিছু উদ্ভট নিয়ম নারীদের ওপর চাপিয়ে দেওয়া হয়, যার তালিকা প্রকাশ করেছে আইডিভা ওয়েবসাইটে।


খোলামেলা পোশাক পরা যাবে না

নারীদের একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পোশাকের বিষয়েও সচেতন হতে হয়। এটি অবশ্য পারিপার্শ্বিকতার কারণেই হয়ে থাকে। আর ৩০ বছর বয়স হয়ে গেলে খোলামেলা পোশাক তো ভুলেও পরা যাবে না।


মেকাপের বিষয়ে সচেতন হতে হবে

৩০ বছর হয়ে গেছে এখনো লাল লিপস্টিক ঠোঁটে! এমন কথা এই বয়সের নারীদের হরহামেশাই শুনতে হয়। এমন নিয়মে জোর করে নারীকে বেঁধে রাখা হয়। মনে রাখবেন, সাজসজ্জা পুরোটাই নিজের মনের ওপর নির্ভর করছে।


এখন বিয়ে করা জরুরি

এত বয়স হয়ে গেছে এখন বিয়ে না করলে আর বিয়ে হবে না। এই বয়সের অবিবাহিত নারীরা এ ধরনের কথা শুনবেন না তা কি হয়? মনের মতো সঙ্গী খুঁজে না পেলে বয়স যতই বাড়ুক না কেন বিয়ে করা উচিত না।


বড়দের মতো আচরণ করতে হবে

হুটহাট কোনো আচরণ এখন আর করা যাবে না। কারণ বয়স এমন ত্রিশের কোটায়। এসব নিয়ম মানুষের মনকে দমিয়ে রাখে। বয়সের ভার কোনোভাবেই আচরণের ওপরও পড়তে দেওয়া যাবে না। তাহলে একটা সময় সত্যি আপনি অনেকটা বদলে যাবেন।