যে পাঁচ উপায়ে আরো ভালো পর্যটক হবেন!

লাইফ স্টাইল December 4, 2016 1,048
যে পাঁচ উপায়ে আরো ভালো পর্যটক হবেন!

এমন কিছু মৌলিক উপায় আছে যেগুলো অবলম্বন করলে বিদেশে ভ্রমণে গিয়ে আরো ভালো অতিথি হতে পারবেন।


সাধারণত, এর মানে হলো নতুন অভিজ্ঞতার প্রতি খোলামেলা মনের অধিকারী হওয়া এবং আপনি যে দেশে ভ্রমণ করছেন সে দেশের সংস্কৃতি সম্পর্কে বেশি বেশি প্রশ্ন করা।


নিজের সংস্কৃতি সম্পর্কে কম কথা বলা। এ বিষয়ে নির্দিষ্ট পদক্ষেপগুলো হলো:


১. সবচেয়ে বেশি প্রচলিত শব্দ বা শব্দবন্ধগুলোর কয়েকটি শিখে নিন

“হ্যালো”, “এক্সকিউজ মি”, “থ্যাঙ্ক ইউ” এবং “গুডবাই” এগুলো হলো সাধারণ কয়েকটি ভদ্রতাবাচক শব্দ। যেখানে ভ্রমণ করতে যাবেন সেখনাকার স্থানীয় ভাষায় এই শব্দগুলো শিখে ফেলুন। আপনি যদি শব্দগুলো উচ্চারণ করতে নাও পারেন তবুও এই শব্দগুলো ব্যবহার করা সাধারণ ভদ্রতা হিসেবে গণ্য হবে।


২. দৈহিক ভাষা সম্পর্ক সতর্ক থাকুন

ভিন্ন ভিন্ন দেশের রীতি-নীতিতে বিস্তর ফারাক থাকে। কিন্তু আপনি কখন বা কীভাবে তা নির্দেশ করছেন তাতে অন্যরা আহত হতে পারেন। মুসলিম বিশ্বে বাম হাত দিয়ে শৌচকর্ম করা হয়। অনেক সমাজে চোখ নিচু করে রাখা হয় সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে। বিশেষ করে প্রবীণদের সামনে চোখ নিচু করে রাখা হয় সম্মান প্রদর্শণার্থে।


২. যে দেশে ভ্রমণে যাচ্ছেন সেখানকার সামাজিক রীতি-নীতির সঙ্গে মানানসই পোশাক পরুন

আপনি যদি নিশ্চত না হন, তাহলে আগেভাগেই ছোট্ট একটি গবেষণা করে নিন। এবং যেখানে ভ্রমণে যাচ্ছেণ সেখানকার স্থানীয় মানুষরা কীভাবে পোশাক-আশাক পরেন সে সম্পর্কে একটি স্পষ্ট ধারণা নিন। এবং সে অনুযায়ী পোশাক পরুন। তাহলে নিরাপদ থাকবেন।


৩. ছবি তোলায় সতর্ক থাকুন

ভ্রমণে গিয়ে পুরো সময়টুকু শুধু ছবি তুলে কাটিয়ে দিবেন না। আর সেলফি স্টিক এর ব্যাবহারও সীমিত করুন। বিশেষকরে যা খুবই জ্বালাতনমূলক হতে পারে।


৪. বখশিশ দিন

অনেক দেশে হয়তো বখশিশ দেওয়ার তেমন কোনো চল নেই। তবে অনেক অঞ্চলে, বিশেষকরে পর্যটন শিল্পের জন্য বিখ্যাত অঞ্চলগুলোতে অনেক শ্রমিক আয়-রোজগারের জন্য বখশিশের ওপরই নির্ভর করেন।


সূত্র: নিউইয়র্ক টাইমস