একই ঘরের আপন দুই বোনকে স্ত্রী হিসেবে গ্রহণ করা জায়েজ আছে কি? ইসলাম কি বলে ?

ইসলামিক শিক্ষা December 4, 2016 2,336
একই ঘরের আপন দুই বোনকে স্ত্রী হিসেবে গ্রহণ করা জায়েজ আছে কি? ইসলাম কি বলে ?

দুই বোনকে (সৎ বা আপন) একসঙ্গে স্ত্রী হিসেবে রাখা যাবেনা। তবে একজনের মৃত্যুর পর বা তালাক দিয়ে অপরজনকে বিয়ে করা যাবে।


এমনকি একসঙ্গে আপন দুই বোনের ঘর-সংসার করাও জায়েজ নেই। কথাটি সত্য কি না? বিস্তারিত জানতে চাই।


আপন দুই বোনকে একই সময়ে বিয়ে করা হারাম। তবে স্ত্রী মারা গেলে তার ছোট বোনকে বিয়ে করা জায়েজ।


এক ঘরে দুই বোনের ঘর সংসার করা আলাদা বিষয়। ভিন্ন ভিন্ন স্বামী নিয়ে দুই বোন এক ঘরে সাংসারিক জীবন চালাতে কোন বাধা নেই যদি না শরীয়তের কোন খেলাফ হয়।


দুই বোনকে (সৎ বা আপন) একসঙ্গে স্ত্রী হিসেবে রাখা যাবেনা। তবে একজনের মৃত্যুর পর বা তালাক দিয়ে অপরজনকে বিয়ে করা যাবে।


সূরা নিসা ৪.২৩ঃ তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাতাদেরকে, তোমাদের মেয়েদেরকে, তোমাদের বোনদেরকে, তোমাদের ফুফুদেরকে, তোমাদের খালাদেরকে, ভাতিজীদেরকে, ভাগ্নীদেরকে,


তোমাদের সে সব মাতাকে যারা তোমাদেরকে দুধপান করিয়েছে, তোমাদের দুধবোনদেরকে, তোমাদের শ্বাশুড়ীদেরকে, তোমরা যেসব স্ত্রীর সাথে মিলিত হয়েছ সেসব স্ত্রীর অপর স্বামী থেকে যেসব কন্যা তোমাদের কোলে রয়েছে তাদেরকে, আর যদি তোমরা তাদের সাথে মিলিত না হয়ে থাক তবে তোমাদের উপর কোন পাপ নেই এবং তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদেরকে এবং দুই বোনকে একত্র করা (তোমাদের উপর হারাম করা হয়েছে)।


তবে অতীতে যা হয়ে গেছে তা ভিন্ন কথা। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।