বাণী-বচন : ০৪ ডিসেম্বর ২০১৬

স্মরণীয় উক্তি December 4, 2016 1,572
বাণী-বচন : ০৪ ডিসেম্বর ২০১৬

সফলতা

আত্মবিশ্বাস হচ্ছে সাফল্যের প্রথম গূঢ়তত্ত্ব।– ইমারসন


দুষ্কৃতি থেকে বেঁচে থাকাও জীবনের একটি বিরাট সাফল্য। – হজরত আলী (রা.)


সফলতা কখনো অন্ধ হয় না। – টমাস হাডি


যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই।– উইলিয়াম ল্যাং লেড


সাহসহীন কোনো ব্যক্তিই সাফল্য অর্জন করতে পারে না। – কাও ন্যাল গিবন


বচন

বয়সেতে বিজ্ঞ নয়,

বিজ্ঞ হয় জ্ঞানে।


অর্থ : বিজ্ঞ ব্যক্তির পরিচয় বয়সে নয়, জ্ঞানে পাওয়া যায়- এ কথা বোঝাতে বলা হয়।