রাতের পাখি - সুমাইয়া মুনিরা

কষ্টের কবিতা November 30, 2016 3,656
রাতের পাখি - সুমাইয়া মুনিরা

যেই রাতে আকাশে কোন তারা জ্বলেনি

যেই রাতে আকাশে জ্যোছনায় বাধ ভাঙ্গেনি

যেই রাতে হাওয়ারা গুনজনে কথা বলেনি

যেই রাতে মেঘেদের ঝর্ণা ঝরেনি

যেই রাতে তুমি কোন রজনী খুজোনি

যেই রাতে স্বপ্নরা মন ছবি আঁকেনি

আমি সেই রাতের পাখি..............


তোমা হতে আমার ভিন্ন সময়ে বসবাস

মেঘ ছাই হওয়া প্রহরে বিনিদ্র রজনী

তোমা হতে ভিন্ন সময়ের কথা বলে ।

বিষাক্ত কোন অনুভূতি নয়

কতকগুলো ঝাপসা স্মৃতির ছুটোছুটি

এই আমাকে নিশ্চল করে যায়

স্থবির সেই অনুভূতিতে সময় আটকে পড়ে

অচল গহব্বরের অসীমতায় ।

কষ্টের নয়, ব্যাথাতুর নয়

কোনো কান্না ভেজা ছবি নয়,

কতকগুলো শূন্য অনুভূতি

নিষ্পল চোঁখের কোণে

দু-ফোঁটা জল হয়ে গড়ায় ।