একই ঘরে কোরআন ও বাইবেল রাখলে কি গুনাহ হয়?

ইসলামিক শিক্ষা November 29, 2016 1,307
একই ঘরে কোরআন ও বাইবেল রাখলে কি গুনাহ হয়?

প্রশ্ন : ঘরে যদি অন্য ধর্মগ্রন্থ, যেমন—বাইবেল থাকে, এতে কি গুনাহ হয়? কারণ একই ঘরে কোরআন ও বাইবেল থাকতে পারে না। এ ব্যাপারে জানাবেন?


উত্তর : বাইবেল যদি কেউ পড়ার জন্য রাখতে চায়, তাহলে রাখতে পারে। একই ঘরে কোরআন বাইবেল থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। জ্ঞানচর্চার জন্য রাখা যেতেই পারে।


বাইবেলকে যদি সম্মান দেখানোর জন্য বা বাইবেলের মর্যাদা সমুন্নত করার জন্য হয়, বাইবেলের বিশ্বাসকে সমুন্নত করার জন্য হয়, তাহলে এ কাজটি কুফরি হবে কোনো সন্দেহ নেই।


কিন্তু বাইবেল যদি শুধু পড়ার জন্য, পাঠক হিসেবে যদি কেউ ঘরের মধ্যে রাখে এতে কোনো গুনাহ নেই। তিনি রাখতে পারেন। কিন্তু একে কোরআনের সঙ্গে সম্মান দেখানোর জন্য রাখা অথবা কোরআনের সমপর্যায়ে সম্মান দেখানো এটা কুফরি কাজ। এটা যদি কেউ করে থাকেন, তাহলে তিনি মুসলিম, এই পরিচয় না দেওয়াটাই উত্তম।