ঘুষ ছাড়া কাজ করবেন যেভাবে

মজার সবকিছু November 27, 2016 1,290
ঘুষ ছাড়া কাজ করবেন যেভাবে

ঘুষ ছাড়া কাজ হয় না অফিস পাড়ায়। যত বড় কাজ তত বড় ঘুষ। তবে কিছু উপায় খুঁজে ঘুষ ছাড়াও কাজ করতে পারবেন।


আর সেই উপায়গুলো একনজরে দেখে নিন-


১. ঘুষ খেলে পেটের ভুঁড়ি বাড়ে। ভুঁড়ি বাড়লে হাঁটা-চলা এমনকি লোকাল বাসে চড়াও কষ্টকর হয়ে পড়বে। অফিসের ঘুষখোর কর্মকর্তাকে এরকম ডায়লগ দিয়ে ভয় দেখান। দেখবেন ঘুষ ছাড়াই আপনার কাজ খুব অনায়াসেই হয়ে যাচ্ছে।


২. ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই সমান অপরাধ। ফাইলের উপর এই বাক্যটি ছাপার অক্ষরে লিখে অফিসের কর্মকর্তার কাছে আপনার কাজটি জমা দেন। কর্মকর্তা আপনাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভেবে ঘুষ ছাড়াই আপনার কাজটি করে দেবে।


৩. অফিসের কোনো কর্মকর্তা যদি ঘুষ চায়, ফেসবুক লাইভ বাটনে ক্লিক করে তাকে হুমকি দেন—আপনার ঘুষ চাওয়ার খবরটি এখন পুরো বিশ্ববাসী দেখছে। দেখবেন কর্মকর্তা লজ্জায় এবং ভয়ে আপনার কাজটি ঘুষ ছাড়াই করে দিচ্ছেন।


৪. অফিসে কর্মকর্তার কাছে গিয়ে নিজেকে দুদক কর্মকর্তার খালাতো ভাইয়ের তালতো বোনের একমাত্র নিকট আত্মীয় পরিচয় দিন। দেখবেন ঘুষ ছাড়াই হয়ে যাচ্ছে আপনার কাজটি।


তথ্যসূত্রঃ অনলাইন