দুগ্ধপানকারী শিশুর প্রস্রাব কি পবিত্র?

ইসলামিক শিক্ষা November 27, 2016 1,435
দুগ্ধপানকারী শিশুর প্রস্রাব কি পবিত্র?

প্রশ্ন : দুগ্ধপানকারী শিশুর প্রস্রাব কি পবিত্র?


উত্তর : না, শিশুর প্রস্রাব পবিত্র নয়। শিশু নবজাতক হলেও তার প্রস্রাব অপবিত্র। বড় বা ছোট কোনো মানুষের প্রস্রাবই পবিত্র নয়। শরীরে বা কাপড়ে লাগলে তা ধুয়ে পবিত্র হয়ে নামাজ আদায় করতে হয়। পবিত্র হয়ে ইবাদত করতে হয় অন্য সব ইবাদতের ব্যাপারে একই বিধান।


[রাদ্দুল মুহতার, খণ্ড : ১, পৃষ্ঠা : ৫৭৪; ফাতাওয়া রহিমিয়া, খণ্ড : ৪, পৃষ্ঠা : ৫৪]


তথ্যসূত্রঃ দৈনিক যুগান্তর