ভাইবার-হোয়াটসঅ্যাপ-ইমো নিয়ে চিন্তিত বিটিআরসি!

BTRC News November 25, 2016 2,163
ভাইবার-হোয়াটসঅ্যাপ-ইমো নিয়ে চিন্তিত বিটিআরসি!

বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেছেন, শুধু অবৈধ ভিওআইপির কারণেই নয়, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমোর মত স্মার্টফোন অ্যাপে ভয়েস কল সুবিধার কারণে আন্তর্জাতিক ফোনকল ব্যবসায় বাংলাদেশ মার খাচ্ছে।


আন্তর্জাতিক কলরেট বৃদ্ধির পর বৈধ কলের পরিমাণও কমে এসেছে। এনিয়ে দু-এক মাসের মধ্যে একটি সিদ্ধান্তে আসতে চায় বিটিআরটি।


শুক্রবার বিটিআরসি কার্যালয়ে অবৈধ ভিওআইপি ও সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


তিনি জানান, আন্তর্জাতিক কল টার্মিনেশন রেট বাড়ানোর আগে বৈধ পথে গড়ে দিনে ১২ কোটি মিনিট ইনকামিং কল দেশে আসত। ২০১৫ সালের আগস্টে কল টার্মিনেশন রেট দেড় সেন্ট থেকে বাড়িয়ে দুই সেন্ট করার পর এখন তা সাত কোটি মিনিটে নেমে এসেছে।


বিটিআরসি চেয়ারম্যান বলেন, কল কমার জন্য দাম বাড়ানোই মূল কারণ না। মোবাইল ফোনে ইন্টারনেট সহজলভ্য হয়েছে। তাই স্কাইপ, ভাইবার, হোয়াটসঅ্যাপের মতো ভিওআইপি অ্যাপের মাধ্যমে ভয়েস কলের সুবিধাও জনপ্রিয়তা পাচ্ছে। বৈধ ভয়েস কলের ওপর এর সরাসরি প্রভাব পড়ছে।


তিনি বলেন, 'কোনো কোনো দেশে এসব অবৈধ ঘোষণা করেছে। অনেক দেশে শুধুমাত্র ডাটা সরবরাহ করা যাচ্ছে, ভয়েস নয়। আমরা এ ব্যাপারে সবেমাত্র চিন্তা শুরু করেছি। আগামী দু-এক মাসের মধ্যে সিদ্ধান্ত নেব।'


সংবাদ সম্মেলনে বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খান, কমিশনার ও মহাপরিচালকরা উপস্থিত ছিলেন।