বাণী-বচন : ২৪ নভেম্বর ২০১৬

স্মরণীয় উক্তি November 24, 2016 824
বাণী-বচন : ২৪ নভেম্বর ২০১৬

বাণী

মানুষ হল রাজনৈতিক জীব। -প্লেটো


মানুষ যত সভ্য হচ্ছে, তত অসভ্য হচ্ছে।–অসীমানন্দ রায়


মাটির সারই হল মানুষ।– কাশতকার


মানুষ নিজের জন্য আর বিধাতা সকলের জন্য।–কার্ভেন্টিস


মানুষকে জানো এবং তাকে মানুষ হিসাবে মর্যাদা দিতে শেখো।- শেলি


বচন

ঠোঁট ভাঙতেই অতক্ষণ

কাঁনতে লাগলে কতক্ষণ।


অর্থ : কেউ কাউকে কোন অভিযোগ জানাতে গিয়ে ভূমিকা অস্বাভাবিক দীর্ঘ করলে, শ্রোতা পরিহাস করে- এ কথা বোঝাতে বলা হয়।