

এক লোক একদিন অতিরিক্ত মদ পান করে মাতাল হয়ে বাড়ি এসে দরজার তালা খোলার চেষ্টা করছে। কিন্তু তার হাত কেঁপে বারবার চাবি নিচে পড়ে যাচ্ছে। তখন এক পথচারী এসে বলল-
পথচারী : ভাই আমি কি আপনার তালাটা খুলে দেবো?
মাতাল : আরে ভাই তালা তো আমিই খুলতে পারবো। আপনি শুধু বিল্ডিংটা ধরে রাখুন যাতে না নড়ে।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment