ওয়াই-ফাই খুঁজে দেবে ফেসবুক

ইন্টারনেট দুনিয়া November 23, 2016 1,810
ওয়াই-ফাই খুঁজে দেবে ফেসবুক

আশপাশের কোথায় ওয়াই-ফাই সুবিধা আছে, তা খুঁজে দেবে ফেসবুক। এ-সংক্রান্ত একটি নতুন ফিচার আনছে প্রতিষ্ঠানটি।


গতকাল মঙ্গলবার ফেসবুক কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, তারা এমন একটি ফিচার নিয়ে আসছে, যাতে রিয়েল টাইম বা তাৎক্ষণিক তথ্য শেয়ার করতে নিকটস্থ ওয়্যারলেস হটস্পটের তথ্য জানাতে পারবে। আগে ফেসবুক ‘পেজেস’ থেকে ওয়াই-ফাইয়ের অবস্থান শনাক্ত করত।


প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েবের এক প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী ইন্টারনেট সংযোগ ছাড়া লাইভ ভিডিও দেওয়া কষ্টকর হয়। ওয়াই-ফাইয়ের নিকটতম অবস্থান সম্পর্কে ফেসবুক যতটা তথ্য দিতে পারবে, তাৎক্ষণিক তথ্য বিনিময়ের মান আরও বেড়ে যাবে।


শিগগিরই অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের স্মার্টফোন ব্যবহারকারীরা এ সুবিধা পেতে পারেন। তবে ফেসবুক এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তথ্যসূত্র: আইএএনএস।