এডোবি ফটোশপ দিয়ে ফোনে ছবি সম্পাদনা

এপস রিভিউ November 21, 2016 1,864
এডোবি ফটোশপ দিয়ে ফোনে ছবি সম্পাদনা

সহজে আকর্ষণীয়ভাবে ছবি সম্পাদনার জন্য এডোবির তৈরি সফটওয়্যারগুলোর জুরি নেই। বর্তমানে ডেস্কটপ কম্পিউটারের সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে স্মার্টফোন বা ট্যাব ব্যবহারকারী। তাই সহজেই যেন ফোনেই প্রয়োজনীয় ছবি সম্পাদনা করা যায় সেজন্য জনপ্রিয় এ সফটওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি ‘এডোবি ফটোশপ ফিক্স’ নামে নতুন অ্যাপ উন্মুক্ত করেছে।


এতে করে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ছবি সম্পাদনা এখন হাতের মুঠোয়।


ললিপপ সংস্করণ থেকে এ অ্যাপ বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।



অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো এক নজরে:

১. অ্যাপটিতে রয়েছে রিটাচ ও রিস্টোর ফটোস টুলস, যা ছবিকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করবে।


২. এতে থাকা লেয়ার, কাট, ফিল্টার ইত্যাদি টুলসগুলো রয়েছে। ফলে পছন্দমত ছবিকে কেটে চাহিদা অনুযায়ী রংয়ের ফিল্টার ব্যবহার করা যাবে।


৩. ইন্টারনেট ছাড়াও অফলাইনে কাজ করবে অ্যাপ্লিকেশনটি। তাই একবার ডাউনলোডের পর পুনরায় ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই।


৪. কিভাবে অ্যাপটি ব্যবহার করতে হবে সেটির টিউটোরিয়ালও রয়েছে এতে।


৫. মেমোরিতে থাকা ছবি ছাড়াও চাইলে অ্যাপটি ব্যবহার করে সরাসরি ছবি তুলে তা সম্পাদন করা যাবে।


অ্যাপ্লিকেশনটি ইতোমধ্যে ১ লাখের বেশি ডাউনলোড হয়েছে। এ ঠিকানা (প্লে স্টোর) থেকে ডাউনলোড করা যাবে।