কোকা-কোলার নতুন উদ্ভাবন ‘সেলফি বোতল’

নতুন প্রযুক্তি November 18, 2016 1,719
কোকা-কোলার নতুন উদ্ভাবন ‘সেলফি বোতল’

কোকা-কোলা এবার এমন বোতল উদ্ভাবন করেছে যা কিনা পানীয় পানের সময় স্বয়ংক্রিয়ভাবে সেলফি তুলবে। আর গ্রাহক চাইলে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও শেয়ার করতে পারবেন।


‘সামার লাভ’ উৎসবের অংশ হিসেবে কোকা-কোলা ইসরায়েল-এর জন্য পণ্যটি প্রস্তুত করেছে বিজ্ঞাপনী সংস্থা জেফেন।


সবাইকে আকৃষ্ট করতে নতুন এই ‘সেলফি বোতল’ কোকা-কোলার সর্বশেষ প্রয়াশ হিসেবেই দেখা হচ্ছে। মূলত বোতলের সঙ্গে একটি সংযুক্ত ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে আপনার পানীয় পানের ছবি তুলবে।


বোতলের নীচের অংশে একটি ক্যামেরা লাগানো থাকে এবং বোতলটি ৭০ ডিগ্রী বাঁকানো হলে সেটি সক্রিয় হয়ে ওঠে বলে জানানো হয়। এই ছবি পরবর্তীতে ইনস্টাগ্রাম, ফেইসবুক বা স্ন্যাপচ্যাট-এ শেয়ার করা যাবে। শুধু খেয়াল রাখতে হবে যে বোতলটি সঠিকভাবে ধরা হয়েছে কী না।


যদিও এটা নিশ্চিত নয় যে, বোতলটি শুধু ইসরায়েলের দোকানগুলোতেই পাওয়া যাবে নাকি বিশ্বের অন্যান্য অংশেও পাঠানো হবে। কিন্তু এটা নিশ্চিত ই-কমার্স সাইট ই-বেতে অবশ্যই এটি পাওয়া যাবে। তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি কোকা-কোলার কোনো প্রতিনিধি।