সাধারণ জ্ঞান : সাম্প্রতিক তথ্য (২য় পর্ব)

সাধারণ জ্ঞান November 17, 2016 1,838
সাধারণ জ্ঞান : সাম্প্রতিক তথ্য (২য় পর্ব)

→ প্রশ্ন : স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত?

উত্তর : ১৬ কোটি ১০ লাখ।


→ প্রশ্ন : কোন স্লোগানকে সামনে রেখে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়?

উত্তর : জল আছে যেখানে, মাছ চাষ সেখানে।


→ প্রশ্ন : নিখুঁত হচ্ছে না বলে অজুহাত তুলে উৎপাদিত খাদ্যের অর্ধেকই ফেলে দেয় কোন দেশের নাগরিকরা?

উত্তর : যুক্তরাষ্ট্র।


→ প্রশ্ন : প্রথমবারের মতো বৃহস্পতি গ্রহ থেকে মহাকাশযান জুনো যে ছবি পাঠাতে শুরু করেছে তাতে কী কী ধরা পড়েছে?

উত্তর : গ্রহরাজের তিনটি চাঁদের পাশাপাশি সূর্যালোকের একাংশ ধরা পড়েছে।


→ প্রশ্ন : কোন বিষয়টিকে সামনে রেখে সম্প্রতি দক্ষিণ কোরিয়া মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে?

উত্তর : উত্তর কোরিয়ার যেকোনো ধরনের হামলা প্রতিহত করা এবং কোরীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টি সামনে রেখে।


→ প্রশ্ন : সার্কভুক্ত কোন দেশ সম্প্রতি সেদেশে ভারতীয় সব টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে?

উত্তর : নেপাল।


→ প্রশ্ন : কোন প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়?

উত্তর : ‘কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষা’।


→ প্রশ্ন : ভারত সম্প্রতি চীনের কোন সীমান্তে ১০০ ট্যাংক মোতায়েন করেছে?

উত্তর : কাশ্মীরের লাদাখ সীমান্তে।


→ প্রশ্ন : কোন অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাবান ও বিতর্কিত মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম রজার এইলস ফক্স নিউজ থেকে চাকরি হারাচ্ছেন?

উত্তর : যৌন হয়রানির অভিযোগে।


→ প্রশ্ন : যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার অ্যাডমিনিস্ট্রেশনের রেকর্ড মতে চলতি বছরের কোন মাস সবচেয়ে বেশি উষ্ণতম ছিল?

উত্তর : জুন মাস।


→ প্রশ্ন : সম্প্রতি উত্তর কোরিয়া যে তিনটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সেগুলোর গতিবেগ ছিল কত মাইল?

উত্তর : ৩১১ থেকে ৩৭৩ মাইল।