টি-টোয়েন্টিতে সেঞ্চুরি, যা বললেন সাব্বির!

মজার সবকিছু November 14, 2016 1,635
টি-টোয়েন্টিতে সেঞ্চুরি, যা বললেন সাব্বির!

তৃতীয় বাংলাদেশি হিসেবে বিপিএলে সেঞ্চুরি করেছেন সাব্বির রহমান। রোববার বরিশাল বুলস-এর বিপক্ষে রাজশাহী কিংস-এর এই ব্যাটসম্যান ৬১ বলে ১২২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন।


এমন একটা ইনিংস খেলার পর ‘মজার সবকিছু’ বিভাগে তাঁর একটি সাক্ষাৎকার প্রকাশ করা অবশ্যই কর্তব্য হয়ে যায়!


সেই ভাবনা থেকেই এই সাক্ষাৎকার। আর সাক্ষাৎকারে সাব্বির সেঞ্চুরি করার পেছনের কাহিনী বলেছেন বিস্তারিত।


তবে মূলকথা হচ্ছে, এ সাক্ষাৎকারের কথা সাব্বির নিজেই জানেন না! অর্থাৎ, এটা কাল্পনিক সাক্ষাৎকার! সাক্ষাৎকারের ভিডিও করতে না পারার দায় লেখকের!


প্রশ্ন : সাব্বির, কেমন আছেন?


সাব্বির : আছি তো অ্যাটাকিং মুডে!


প্রশ্ন : তা আর বলতে! কী এক কাণ্ডই না ঘটালেন!


সাব্বির : বলেন কি! আমি আবার কী কাণ্ড ঘটালাম! খামাখা আমার বিরুদ্ধে...


প্রশ্ন : ভুল বুঝবেন না ভাইসাহেব! এখানে কাণ্ড বলতে আপনার অ্যাটাকিং সেঞ্চুরির কথা বলছিলাম আর কি। যাকগে, কীভাবে এমন দারুণ এক সেঞ্চুরি করলেন?


সাব্বির : আসলে হয়েছে কি, মাথা হট ছিল...


প্রশ্ন : বলেন কি! মাথা হট! কেন? কী হয়েছিল?


সাব্বির : শোনেন, মাঠে যদি দর্শক না থাকে, তবে কারই বা খেলতে ভালো লাগে! এবার বিপিএলে দর্শক দেখা যাচ্ছে না। এটা কোনো কথা হলো! এ জন্য কিছুটা অভিমান ছিল আমার।


প্রশ্ন : ভাইজান, এভাবে সংবাদ শিরোনামের মতো বললে তো বুঝতে পারছি না! এবার যদি বিস্তারিত বলেন।


সাব্বির : গতকাল যখন খেলতে নামলাম, দেখলাম মাঠে দর্শক হাতেগোনা কয়েকজন! এটা দেখেই মাথায় এলো ‘আজকে এমন ব্যাটিং করমু, যারা মাঠে আসেনি, তারা সরাসরি না দেখায় কষ্ট অনুভব করবে’। তারপর তো পিডাইলাম!


প্রশ্ন : ওয়াও! এটাই তাহলে সেঞ্চুরির নেপথ্য কাহিনী?


সাব্বির : বুইঝা লন! সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়...!


প্রশ্ন : ভাইসাহেব মনে হয় রোমান্টিক মুডে চলে আসছেন! আপনার জন্য শুভ কামনা। আপাতত হ্যাপি অ্যান্ডিং!


সাব্বির : ওকে বাই, আপনাকেও ধন্যবাদ, বেশিক্ষণ বিরক্ত না করার জন্য।


তথ্যসূত্রঃ এনটিভি অনলাইন