সাধারণ জ্ঞান : সাম্প্রতিক তথ্য (১ম পর্ব)

সাধারণ জ্ঞান November 13, 2016 2,791
সাধারণ জ্ঞান : সাম্প্রতিক তথ্য (১ম পর্ব)

→ প্রশ্ন : ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ মাছ রফতানি করে কী পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে?

উত্তর : ৪৬৬০.৬০ কোটি টাকা।


→ প্রশ্ন : কী কারণে ভারতের সাথে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে শ্রীলঙ্কা?

উত্তর : পরিবেশবাদীদের উদ্বেগের কারণে।


→ প্রশ্ন : জাতিসঙ্ঘের সাম্প্রতিক রিপোর্ট মতে, বিশ্বে প্রতিদিন কতসংখ্যক মানুষ গুম হচ্ছে?

উত্তর : একজনেরও বেশি।


→ প্রশ্ন : সামরিক সাহায্য প্যাকেজের আওতায় কত বছরে ইসরাইলকে রেকর্ড ৩৮০০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র?

উত্তর : ১০ বছরে।


→ প্রশ্ন : যুক্তরাষ্ট্রভিত্তিক এক গবেষণা প্রতিবেদনে সার্কভুক্ত কোন দেশটিকে বিশ্বের চতুর্থ সন্ত্রাসকবলিত হিসেবে দেখানো হয়েছে?

উত্তর : ভারত।


→ প্রশ্ন : এ বছর শ্রেষ্ঠ কমেডি শো হিসেবে এমি অ্যাওয়ার্ড লাভ করেছে কোন ছবিটি?

উত্তর : এইচবিও টিভির ব্যঙ্গাত্মক রাজনৈতিক ধারাবাহিক ‘ভিপ’।


→ প্রশ্ন : ডায়াবেটিস ঠেকাতে সম্প্রতি ‘কম ক্যালরির’ ভাত রান্নার নতুন পদ্ধতি আবিষ্কার করেছে কোন দেশ?

উত্তর : শ্রীলঙ্কা।


→ প্রশ্ন : বিজ্ঞানীরা এই প্রথম যে লেজবিহীন ধূমকেতুর খোঁজ পেয়েছেন, সেটির কী নামকরণ করা হয়েছে?

উত্তর : ‘ম্যাংকস’ বা ‘সি/২০১৪ এস৩’।


→ প্রশ্ন : মরক্কোয় অবস্থিত বিশ্বে যে প্রাচীনতম গ্রন্থাগার পুনরায় খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে, সেটি কবে স্থাপন করা হয়েছিল?

উত্তর : নবম শতাব্দীতে।


→ প্রশ্ন : কোন বিষয়টিকে সামনে রেখে ইসরাইলকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র দেবে যুক্তরাষ্ট্র?

উত্তর : বিপজ্জনক প্রতিবেশীদের থেকে রার জন্য।


→ প্রশ্ন : পাকিস্তান কর্তৃক নিষিদ্ধ ঘোষিত রিপাবলিকান পার্টির (বিআরপি) প্রতিষ্ঠাতা ব্রাহুমদাগ বুগতিকে নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ?

উত্তর : ভারত।