বাদশাহর দরবারে একদিন

মজার সবকিছু November 11, 2016 1,397
বাদশাহর দরবারে একদিন

‘আমার রাজ্যে কোন পেশার লোক সবচেয়ে বেশি?’ বাদশাহ জানতে চাইলেন।


গোপাল বলল, ‘মহারাজ, কম্পিউটার ইঞ্জিনিয়ার!’


বাদশাহ রেগে বললেন, ‘কী বোকার মতো কথা বলছ? আমি তো জানতাম আমার রাজ্যে সবচেয়ে বেশি আছে ডাক্তার। এত কম্পিউটার ইঞ্জিনিয়ার তুমি কোথায় পেলে? এই কথা যদি প্রমাণ করতে না পারো, তবে তোমার গর্দান যাবে।’


গোপাল বাদশাহকে বলল, ‘মহারাজ! বলুন তো ইদানীং আপনার কম্পিউটারে কোনো সমস্যা হচ্ছে কী?’


বাদশাহ বললেন, ‘হ্যাঁ, তা হচ্ছে বৈকি। ইদানীং মেশিনটা খুবই স্লো চলছে। তারপর পেনড্রাইভ লাগালে সব উধাও হয়ে যায়। ইউটিউবে ভিডিও দেখতে গেলে বলে ফ্ল্যাশ প্লেয়ার প্রয়োজন। নিউ ট্যাব খুললেই অনেক উইন্ডো ওপেন হয়। বেগমের সামনে তো বড়ই বিপদে পড়ে যাই।’


রাজাকে যে বাতাস করছিল সে বলল, ‘জাঁহাপনা, আমারও ব্রাউজারে এমন সমস্যা হতো। আমি আর আপনার ভাবির সামনে নেট ইউজ করি না।’


উজির বলল, ‘অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। আমি রিকমেন্ড করব ক্যাস্পারস্কি। রাজ্যের বাকি সব ভুয়া।’


সেনাপতি বলল, ‘জাঁহাপনা, আপনি ব্রাউজারটা নতুন করে ইন্সটল করুন। গুগলের ক্রোমটা ভালো। ফায়ারফক্সও খারাপ না।’


কোটাল বলল, ‘মহারাজ, আপনার সিড্রাইভ ভাইরাস খেয়ে ফেলেছে। পিসি বিক্রয় ডটকমে বেচে দিন।’


মন্ত্রী বলল, ‘রাজামশাই, আপনি উইন্ডোজটা সেটআপ দিন। আমার এক্সপির সিডি আছে। আনব?’


গোপাল বাদশাহকে বলল, ‘তাহলে বলুন তো মহারাজ, আপনার রাজ্যে কি সবাই কম্পিউটার ইঞ্জিনিয়ার নয়?’


বাদশাহ মুচকি হেসে গোপালের প্রশংসা না করে পারলেন না। খুশি হয়ে তখনই ৫০০ টাকা বিকাশ করে দিলেন।