দুই ডিভাইস সমর্থিত এমআই ব্লুটুথ হেডসেড উন্মুক্ত

গ্যাজেট রিভিউ November 6, 2016 1,101
দুই ডিভাইস সমর্থিত এমআই ব্লুটুথ হেডসেড উন্মুক্ত

একইসাথে দুটি ডিভাইসের সংযুক্ত থাকতে সক্ষম নতুন ব্লটুথ হেডসেট উন্মুক্ত করেছে শাওমি। এমআই স্পোর্টস ব্লুটুথ হেডসেট নামের এই হেডসেট ক্ল্যাসিক ইন-ইয়ার ডিভাইনের।


হেডসেটটির ইয়ারবাডে লুপ রয়েছে, ফলে এটি কানের সাথে সহজে লেগে থাকে। একটি বাম এবং ডান প্রান্ত তারের সাথে সংযুক্ত। ফলে একটি বাদে আরেকটি হারানোর ভয় নেই।



১৭.৮ গ্রামের এই হেডসেটে রয়েছে ১১০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা সর্বোচ্চ ৭ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। হেডসেটটি ব্লুটুথ ৪.১ প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনে সংযুক্ত হয় এবং একসাথে দুটি ডিভাইসে সংযুক্ত থেকে কাজ করতে পারে।


২২ ডলারের এই হেডসেটি আগামী ১১ নভেম্বর থেকে চীনের বাজারে পাওয়া যাবে। শিগগিরই বিশ্বের অন্যান্য বাজারেও হেডসেটটি ছাড়া হবে।