সুবহানআল্লাহ, হিজাবকে সরকারী ইউনিফর্মে অন্তর্ভুক্ত করল স্কটল্যান্ড

ইসলামিক সংবাদ October 28, 2016 1,452
সুবহানআল্লাহ, হিজাবকে সরকারী ইউনিফর্মে অন্তর্ভুক্ত করল স্কটল্যান্ড

বিশ্ব যখন মেয়েদের হিজাব নিষিদ্ধে সরগরম ঠিক এই সময়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল স্কটল্যান্ড। দেশটি মুসলিম নারীদের অপরিহার্য পোশাক হিজাবকে সরকারী ইউনিফর্ম হিসাবে অন্তর্ভুক্ত করেছে।


এ বিষয়ে স্কটল্যান্ডের পুলিশ প্রধান ফিল গুর্মলি বলেন, পোশাকের বাধ্যবাধকতার জন্য স্কটল্যান্ডের মুসলিম নারীরা সরকারী কাজে অংশ



নিতে পারেন না। এতে করে নানারকম সমস্যাও হতে থাকে। বিশেষ করে পুলিশ প্রশাসনে কাজের ক্ষতিসাধন হয়। হিজাবকে সরকারি ইউনিফর্ম করার ফলে মুসলিম নারীরা এই পেশায় অন্তর্ভুক্ত হ’তে পারবে। সেবার ক্ষেত্রে স্ব স্ব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব গড়ে তুলতে তারা কাজ করছে। সরকারের এই সিদ্ধান্তকে দেশটির মুসলিম কমিউনিটি স্বাগত জানিয়েছেন।


অবশ্য আগে থেকেই স্কটল্যান্ড পুলিশে মুসলিম নারীরা অনুমতি নিয়ে তাদের মাথা ঢেকে রাখতে পারতেন। আনুষ্ঠানিক এ ঘোষণার ফলে এখন থেকে তারা ইউনিফর্মে ঐচ্ছিক পোশাক হিসাবে হিজাব ব্যবহার করতে পারবেন। উল্লেখ্য, এর আগে লন্ডন মেট্রোপলিটন পুলিশ তাদের ইউনিফর্মে হিজাবের অনুমোদন দিয়েছে।-ইসলামিক অনলাইন মিডিয়া