গামছা বা অনুরূপ পাতলা কিছু গায়ে দিয়ে ছালাত আদায় করা যাবে কি?

ইসলামিক শিক্ষা October 27, 2016 1,026
গামছা বা অনুরূপ পাতলা কিছু গায়ে দিয়ে ছালাত আদায় করা যাবে কি?

অনেক মুসল্লিকে দেখা যায় গামছা বা অনুরূপ পাতলা কাপড় পরিধান করে নামাজ আদায় করতে। আসলে তা কতটুকু ইসলাম ভিত্তিক এ নিয়ে প্রায়ই অনেকে প্রশ্ন তোলেন।


চলুন জেনে নেই এ নিয়ে ইসলাম কি বলছে।


উভয় কাঁধ পূর্ণরূপে ঢেকে থাকলে এরূপ কাপড় গায়ে দিয়ে ছালাত আদায় করা যাবে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৭৫৪)। তবে পরিষ্কার-পরিচ্ছন্ন ও তাক্বওয়াপূর্ণ সুন্দর পোষাক পরে আল্লাহর সামনে দন্ডায়মান হওয়া যরূরী। আল্লাহ বলেন, তোমরা ছালাতের সময় সুন্দর পোষাক পরিধান কর’ (আ‘রাফ ৭/৩১)।


-ইসলামিক অনলাইন