নারীর নাক, কান ছিদ্র করা : কী বলে ইসলাম

ইসলামিক শিক্ষা October 20, 2016 2,608
নারীর নাক, কান ছিদ্র করা : কী বলে ইসলাম

নারীদের নাক ও কানে অলংকার পরা হাতে চুরি পরা ইত্যাদি বিষয়ে ইসলামের বিধান কী বিস্তারিত জানালে উপকৃত হবো ৷


নারীদের জন্য পায়ে বাজনাদার অলংকার (নুপুর, ঝুমকা ইত্যাদি) পরা না জায়েজ। এছাড়া শরীরের অন্য কোন অঙ্গে বাজনাদার অলংকার না পরা উচিৎ। আর কানে দুল পরা হাদিস দ্বারা প্রমাণিত আছে।


এর মাধ্যমে কান ফুটানোর বিষয়টাও প্রমণিত হয়। নাকে নাকফুল পরা এবং এর জন্য নাক ফুটানো অনেক স্কলার নিকট না জায়েজ।


তবে এই বিষয়ে শরীয়তে কোন প্রকার নিষেধ নেই। নারীদের হাতে চুরি হিসেবে কাঁচ, পাথর ও রূপাসহ সব ধরনের অলংকার পরা জায়েজ আছে। [ আযীযুল ফাতাওয়া ৭৭১]


সূত্রঃ প্রিয় ইসলাম