খেলায় হারজিত এবং আমাদের স্ট্যাটাস!

মজার সবকিছু October 17, 2016 2,332
খেলায় হারজিত এবং আমাদের স্ট্যাটাস!

মানুষ শুধু স্ট্যাটাস দেয়! কারণে দেয় এবং অকারণেও দেয়। তো, খেলায় নিজের প্রিয় দল হারলে এবং জিতলে কী ধরনের স্ট্যাটাস দেয়, চলুন দেখে আসি :


খেলায় হারলে


ওরা আম্পায়ারসহ ১৪ জন খেলেছে আর আমরা খেলেছি মাত্র ১১ জন। এ জন্য এই ম্যাচটায় হারলাম!


প্রতিপক্ষ জিতেছে ম্যাচ আর আমরা জিতেছি দর্শকের ভালোবাসা!


খেলায় হারজিত থাকেই। তো, হারাটা কোনো ব্যাপার না।


আমরা এমনিতে তো আর হারিনি, লড়াই করে বীরের মতো হেরেছি।


লাক ফেভারে ছিল না। যাই হোক, ভবিষ্যতে আমরাই জিতব।


এক মাঘে শীত যায় না। পরের ম্যাচে দেখিয়ে দেবো, আমরাই সেরা।


হারজিত চিরদিন থাকবেই, তবুও এগিয়ে যেতে হবে...

আমরা সেক্রিফাইস করেছি।


হারলেও ক্ষতি নেই। প্রতিপক্ষকে একেবারে নাকানি-চুবানি খাইয়ে ছাড়িয়েছি।


ওমুক-তমুককে খেলায় না নিলে আজকে আমরা শিউর জিততাম।


আমরা হারিনি, হেরেছে পুরো ক্রিকেটবিশ্ব।


খেলায় জিতলে


আগেই জানতাম, আমরা জিতব।


ওস্তাদের মাইর শেষ রাতে, কইছিলাম না?


আমি খেলা দেখেছি বলেই দল জিতে গেছে।


ওমুক-তমুককে বাদ দিয়েছে বলেই আজ জিততে পারলাম।


যারা ভেবেছিল আমরা হেরে যাব, তারা এবার মুড়ি খাও।


জিততে জিততে টায়ার্ড হয়া গেলাম মামুরা!!


ওরা ১১ জন জেতেনি, জিতেছে সমগ্র দেশ।


নেক্সট টাইম খেলা শিখে দ্যান আমাদের সঙ্গে লড়তে এসো।


একদিন তোমরাও আমাদের দেখে ভালো খেলতে শিখবা, হুম!


আমাদের হারানো কঠিনই না, একেবারে অসম্ভব।