সাধারন জ্ঞানের আসর - ৩য় পর্ব

সাধারণ জ্ঞান October 17, 2016 1,259
সাধারন জ্ঞানের আসর - ৩য় পর্ব

১) বাংলাদেশে বিদ্যুৎ শক্তির প্রধান উৎস-

উ. প্রাকৃতিক গ্যাস।


২) বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে-

উ. জামালগঞ্জে।


৩) পৃথিবীর চাপ বলয় আছে-

উ. ৭টি।


৪) জাফনা দ্বীপ কোথায় অবস্থিত?

উ. শ্রীলঙ্কা।


৫) যে জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী-

উ. যশোর।


৬) বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়-

উ. ফরিদপুর।


৭) টিপাইমুখ বাঁধ অবস্থিত ভারতের-

উ. মনিরপুর রাজ্যে।


৮) বাংলাদেশের পরিবেশ আদালত কয়টি জেলায় অবস্থিত?

উ. ৩টি জেলায়।


৯) বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশ নীতিঘোষিত হয়-

উ. ১৯৯২ সালে।


১০) সাগর গাভী নামে পরিচিত যে প্রাণী-

উ. ডুগং (উঁমড়হম)।