রহস্যময় বালক

গেমস রিভিউ October 17, 2016 3,092
রহস্যময় বালক

পরিচয়হীন লাল জামা পরিহিত এক বালক বনের ভেতর দিয়ে ছুটে চলছে। এদিকে তাকে ধাওয়া করছে মুখোশ পরা বনের নিরাপত্তাকর্মী। হঠাৎ দেখা গেল একটি ট্রাক শিল্প এলাকার ভেতরে ঢুকছে। সেটি অনুসরণ করে বালকটিও নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে ঢুকে পড়ছে। সঙ্গে সঙ্গেই পাল্টে গেল সবকিছু। সব রহস্যের কিনারা এখানেই।


যেখানে-সেখানে পড়ে আছে প্রাণহীন দেহ। একসময় পানির নিচে একটি গবেষণাগার খুঁজে পায় সে বালক। আরও দেখা যাবে পড়ে থাকা প্রাণহীন দেহগুলোকে বিশেষ ধরনের মাইন্ড কন্ট্রোল যন্ত্র দিয়ে নিয়ন্ত্রণ করছে সে। আর রহস্যের এক কিনারা থেকে আরেক কিনারা ভেদ করছে। এমন এক কাহিনি নিয়ে গড়ে উঠেছে ড্যানিশ ইনডিপেনডেন্ট ভিডিও গেম ডেভেলপার পে ­ডেডের বানানো ‘ইনসাইড’ গেমটি। এ বছরের জুনে মুক্তি পাওয়া পাজল-অ্যাডভেঞ্চারধর্মী গেমটি প্লেস্টেশন ৪, এক্সবক্স ওয়ান এবং মাইক্রোসফট উইন্ডোজের জন্য বাজারে ছাড়া হয়। গেমটি খেলতে হলে নিয়ন্ত্রণ করতে হবে বালককেই। গেমে আপনাকে বালকটিকে হাঁটাতে হবে, সাঁতার কাটাতে হবে। লক্ষ্য থাকবে নির্দিষ্ট সময়ের মধ্যেই গেমের মূল রহস্য উন্মোচন করা। নয়তো মৃত্যু নিশ্চিত!


খেলতে যা লাগবে


প্রসেসর: ইন্টেল কোর টু কোয়াড কিউ ৬৬০০ ২.৪ গিগাহার্টজ অথবা এএমডি এফএক্স ৮১২০ ৩.১ গিগাহার্টজ

র‌্যাম: ৪ গিগাবাইট

গ্রাফিকস কার্ড: এনভিডিয়া জিটি ৬৩০/৬৫০এম অথবা এএমডি রেডিয়ন এইচডি ৬৫৭০

ডাইরেক্ট এক্স: ৯.০

অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ৭

হার্ডডিস্ক ড্রাইভ: ৩ গিগাবাইট ফাঁকা জায়গা