সাধারণ জ্ঞান : বাংলাদেশ রেলওয়ে - শেষ পর্ব

সাধারণ জ্ঞান October 9, 2016 1,541
সাধারণ জ্ঞান : বাংলাদেশ রেলওয়ে - শেষ পর্ব

বাংলাদেশের একটি অন্যতম যোগাযোগমাধ্যম রেলপথ। সেবাটি সারাদেশে বিস্তৃত না হলেও এর আছে গৌরবময় ইতিহাস। বৃটিশরাই বাংলাদেশে প্রথম রেলপথ নির্মাণ করে। এখন আরো আধুনিক হয়েছে। তাই ‘বাংলাদেশ রেলওয়ে’ আজকের আয়োজনের শেষ পর্ব....


১. প্রশ্ন : দেশের সর্বপ্রথম নির্মিত মিটারগেজ রেলপথ কোনটি?

উত্তর : ঢাকা-নারায়ণগঞ্জ।


২. প্রশ্ন : কুষ্টিয়া-গোয়ালন্দ রেলপথ তৈরি করে কোন সরকার?

উত্তর : ব্রিটিশ সরকার।


৩. প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ের কত ধরনের লাইন আছে?

উত্তর : ৩ ধরনের।


৪. প্রশ্ন : বাংলাদেশ রেলওয়েতে কী কী লাইন আছে?

উত্তর : ব্রডগেজ, মিটারগেজ ও ন্যারোগেজ।


৫. প্রশ্ন : কোন লাইনে রেল চলাচল বন্ধ আছে?

উত্তর : ন্যারোগেজ।


৬. প্রশ্ন : দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম কোথায়?

উত্তর : কমলাপুর (ঢাকা)। দৈর্ঘ্য ৩,০০০ ফুট।


৭. প্রশ্ন : ন্যারোগেজ লাইন কোথায় ছিল?

উত্তর : খুলনা ও বাগেরহাটে।


৮. প্রশ্ন : বর্তমানে দেশে আন্তঃনগর ট্রেন কতটি?

উত্তর : ৪০টি।


৯. প্রশ্ন : আন্তঃনগর ট্রেন চালু হয় কবে?

উত্তর : ১৯৮৬ সালে।


১০. প্রশ্ন : ভারতের সঙ্গে মালবাহী ট্রেন চলাচলের চুক্তি হয় কবে?

উত্তর : ১৯৯১ সালে।


১১. প্রশ্ন : দেশের বেসরকারি ট্রেন সার্ভিসের নাম কী?

উত্তর : সুবর্ণ এক্সপ্রেস।


১২. প্রশ্ন : সুবর্ণ এক্সপ্রেস কত সালে চালু হয়?

উত্তর : ১৯৯৮ সালে।


১৩. প্রশ্ন : রেল যোগাযোগের আওতাভুক্ত হওয়া বাংলাদেশের প্রথম জেলা কোনটি?

উত্তর : কুষ্টিয়া।


১৪. প্রশ্ন : কুষ্টিয়া কত সালে রেল যোগাযোগের আওতাভুক্ত হয়?

উত্তর : ১৮৬৪ সালে।


১৫. প্রশ্ন : ষাটের দশকের মধ্য পর্যন্ত এ দেশে কোন যান একচেটিয়াভাবে পরিবহন ব্যবস্থা হিসেবে বিবেচিত ছিল?

উত্তর : রেলওয়ে।


১৬. প্রশ্ন : রেলওয়ের কারখানা কোথায় কোথায় অবস্থিত?

উত্তর : পাহাড়তলী, সৈয়দপুর, ছাতক (শুধু স্লিপার), পার্বতীপুরে ওয়ার্কশপ আছে।


১৭. প্রশ্ন : রেলপথের প্রস্থ কত?

উত্তর : মিটারগেজ : ৩ ফুট-৩.৭৫ ফুট, ব্রডগেজ : ৫-৬/১.৫ মিটার।


১৮. প্রশ্ন : দেশে কতগুলো রেল যান আছে?

উত্তর : ইঞ্জিন ২৭৭টি, ১২৭৫টি যাত্রীবাহী বগি, ১০,৭৭৮টি ওয়াগন, ১৩৬টি অন্যান্য কোচিং যান।


১৯. প্রশ্ন : রেলপথে ঢাকার সঙ্গে খুলনা, সিলেট, রাজশাহী ও চট্টগ্রামের দূরত্ব কত?

উত্তর : যথাক্রমে ৬২৭ কিলোমিটার, ৩১৯ কিলোমিটার, ৩৬৯ কিলোমিটার, ৩৬৪ কিলোমিটার।


২০. প্রশ্ন : সুবর্ণ এক্সপ্রেস কোথায় চলাচল করে?

উত্তর : ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত।