গ্রামীণফোনের লাইফস্টাইল অ্যাপ ‘ওয়াওবক্স’ এর গ্রাহক ৫০ লাখ

Grameenphone October 8, 2016 1,910
গ্রামীণফোনের লাইফস্টাইল অ্যাপ ‘ওয়াওবক্স’ এর গ্রাহক ৫০ লাখ

গ্রামীণফোনের লাইফস্টাইল অ্যাপ ‘ওয়াওবক্স’ এর গ্রাহক ৫০ লাখ পেরিয়েছে। অপারেটরটির দাবি, অ্যাপটি দেশের সবচেয়ে বেশিবার ডাউনলোড করা অ্যাপ্লিকেশন। বুধবার বিভিন্ন আয়োজনে ওয়াওবক্সের ৫০ লাখ ডাউনলোড উদযাপন করে অপারেটরটি।


গ্রামীণফোনের সিএমও ইয়াসির আজমান জানান, ২০১৫ সালের মে মাসে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধনের পর নানা ফিচার, সমসাময়িক বিষয়বস্তু, আকর্ষণীয় ও চমকপ্রদ সব অফারের মাধ্যমে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করেছে ওয়াওবক্স। প্রতি সপ্তাহে ১৫ লাখের বেশি মানুষ নিয়মিত অ্যাপটি ব্যবহার করে।




অ্যাপটির মাধ্যম গ্রামীণফোন ব্যবহারকারীরা সাম্প্রতিক খবর, খেলা, স্বাস্থ্যটিপস, জোকস, মজার সব গেমস, বিনামূল্যে নতুন সব গান, হোটেল ও রেস্টুরেন্টে ছাড়ের খবর এবং গ্রামীণফোনের পণ্য ও সেবার হালনাগাদ সব খবর পান। অ্যাপটির জিরো-রেটেড প্ল্যাটফর্মের কারণে ওয়াওবক্স ব্যবহারে গ্রাহকের কোনো ইন্টারনেট ডাটা খরচ হয় না।


এছাড়া ওয়াওবক্সে বিনামূল্যে সাপ্তাহিক ২০ মেগাবাইট ফ্রি ডাটা থেকে শুরু করে বিভিন্ন ডিসকাউন্ট এবং বিভিন্ন রেস্টুরেন্ট ও হোটেলে ছাড়সহ বিভিন্ন অফারের খবর জানায়।