নতুন করে মেসেঞ্জারে বিজ্ঞাপনের সুযোগ দিচ্ছে ফেসবুক!

ইন্টারনেট দুনিয়া October 4, 2016 850
নতুন করে মেসেঞ্জারে বিজ্ঞাপনের সুযোগ দিচ্ছে ফেসবুক!

ইন্টারনেট ভিত্তিক বিজ্ঞাপনী ব্যবসায় ইতোমধ্যে সবাইকে ছাড়িয়ে গেছে ফেসবুক। সেই আধিপত্যের উৎকর্ষ সাধনে এবার মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মত নিজস্ব মেসেজিং অ্যাপগুলোতে বিজ্ঞাপনের সুযোগ দেওয়ার চিন্তা করছে ফেসবুক।


নিউ ইয়র্কে টেকনোলজি স্পেশালিস্টদের নিয়ে অনুষ্ঠিত অ্যাডভার্টাইজিং উইকের এক সংবাদিক সম্মেলনে কর্মকর্তারা জানান, ফেসবুক তাদের মেসেজিং অ্যাপগুলোকে ব্র্যান্ডগুলোর জন্য স্বাভাবিকভাবে খাপ খাওয়ানোর জায়গা হিসেবে দেখছে।


ব্রাজিলীয় ফেসবুক ইউজাররা ইতোমধ্যে ব্যাপক হারে হোয়াটসঅ্যাপ ব্যবহারের মাধ্যমে রেস্তোঁরাগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।


ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ বলেন, “একটি প্রতিষ্ঠান হিসাবে আমাদের লক্ষ্য হচ্ছে আপনাদের নিউজ ফিড অভিজ্ঞতা চমৎকার করা… মানুষের জন্য এটি একটি অসাধারণ কনটেন্ট হওয়ায় যদি আমরা বিজ্ঞাপনী কাজ তৈরি করতে পারি তাহলে আমাদের জয় হবে।”


অনলাইন বিপনণী সংস্থার ইমার্কেটিয়ার-এর হিসাব মতে, ২০১৯ সালের মধ্যে ২১৯ কোটি মানুষ মেসেজিং অ্যাপ ব্যবহার করবেন। চলতি বছর ফেব্রুয়ারিতে হোয়াটসঅ্যাপ বিশ্বব্যাপী শতকোটি ইউজারের মাইলফলক ছোঁয়ার কথা ঘোষণা করে।


২০১৬ সালের প্রথমে আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় ফেসবুক প্রধান জুকারবার্গ জানান, ৯০ কোটি লোক ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করছেন।