সাধারণ জ্ঞান : সংসদ ও সংবিধান

সাধারণ জ্ঞান October 1, 2016 1,305
সাধারণ জ্ঞান : সংসদ ও সংবিধান

যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অপরিহার্য। তাই চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। পড়ুন ‘সংসদ ও সংবিধান’ নিয়ে আজকের আয়োজন-


১. প্রশ্ন : সংবিধান সংশোধনের জন্য কতজন সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়?

উত্তর : দুই-তৃতীয়াংশ।


২. প্রশ্ন : একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়?

উত্তর : ৯০ কার্যদিবস।


৩. প্রশ্ন : গণ-পরিষদের প্রথম স্পিকার কে?

উত্তর : শাহ আব্দুল হামিদ।


৪. প্রশ্ন : গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে?

উত্তর : মোহাম্মদ উল্ল্যাহ।


৫. প্রশ্ন : এ দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়?

উত্তর : ১৯৩৭ সালে।


৬. প্রশ্ন : কোন কোন বিদেশি প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন?

উত্তর : যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো।


৭. প্রশ্ন : যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট কবে জাতীয় সংসদে ভাষণ দেন?

উত্তর : ৩১ জানুয়ারি ১৯৭৪।


৮. প্রশ্ন : যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্টের পর কে জাতীয় সংসদে ভাষণ দেন?

উত্তর : ভারতের প্রেসিডেন্ট ভি.ভি. গিরি।


৯. প্রশ্ন : ভারতের প্রেসিডেন্ট কবে জাতীয় সংসদে ভাষণ দেন?

উত্তর : ১৮ জুন ১৯৭৪।


১০. প্রশ্ন : অষ্টম জাতীয় সংসদ নিবার্চনে নির্বাচিত সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করিয়েছেন-

উত্তর : অ্যাডভোকেট আবদুল হামিদ।


১১. প্রশ্ন : নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী?

উত্তর : সুপ্রীম কোর্ট।


১২. প্রশ্ন : বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে?

উত্তর : বিচারপতি এম ইদ্রিস।


১৩. প্রশ্ন : বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে?

উত্তর : কাজী রকিবউদ্দীন আহমদ।


১৪. প্রশ্ন : নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান?

উত্তর : স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।


১৫. প্রশ্ন : ‘তত্ত্বাবধায়ক সরকার বিল’ কবে সংসদে পাস হয়?

উত্তর : ২৭ মার্চ ১৯৯৬।


১৬. প্রশ্ন : বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?

উত্তর : সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)।


১৭. প্রশ্ন : অ্যাডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট?

উত্তর : ২০তম।


১৮. প্রশ্ন : বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?

উত্তর : তাজউদ্দীন আহমদ।


১৯. প্রশ্ন : শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী?

উত্তর : ১৪ তম।


২০. প্রশ্ন : বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হবে?

উত্তর : ৩৫ বছর।