সাধারণ জ্ঞান : বিসিএস প্রস্তুতি - ৫ম পর্ব

সাধারণ জ্ঞান September 27, 2016 1,670
সাধারণ জ্ঞান : বিসিএস প্রস্তুতি - ৫ম পর্ব

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) অধীনে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা নিয়োগের জন্য অনুষ্ঠিত হয় বিসিএস পরীক্ষা। এর প্রথম ধাপটি হলো ১০০ নম্বরের প্রিলিমিনারি বা বাছাই পরীক্ষা। যার প্রশ্নগুলো হয় এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন। তাই বিসিএস’র প্রস্তুতি নিয়ে আজকের আয়োজনের ৫ম পর্ব......


১. প্রশ্ন : রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর?

উত্তর : কার্যভার গ্রহণের কাল থেকে ৫ বছর।


২. প্রশ্ন : একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল?

উত্তর : ২ মেয়াদকাল।


৩. প্রশ্ন : কার উপর আদালতের কোনো এখতিয়ার নেই?

উত্তর : রাষ্ট্রপতি।


৪. প্রশ্ন : জাতীয় সংসদের সভাপতি কে?

উত্তর : স্পিকার।


৫. প্রশ্ন : রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগপত্র লিখবেন?

উত্তর : স্পিকারের উদ্দেশ্যে।


৬. প্রশ্ন : প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে?

উত্তর : রাষ্ট্রপতি।


৭. প্রশ্ন : অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন কে?

উত্তর : রাষ্ট্রপতি।


৮. প্রশ্ন : বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি?

উত্তর : সুপ্রীম কোর্ট।


৯. প্রশ্ন : সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে?

উত্তর : ২টি ।


১০. প্রশ্ন : সুপ্রীম কোর্টের বিভাগ কী কী?

উত্তর : আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ।


১১. প্রশ্ন : সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত?

উত্তর : ৬৭ বছর পর্যন্ত।


১২. প্রশ্ন : বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কী ছিল?

উত্তর : ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র।


১৩. প্রশ্ন : কোন আদেশবলে সংবিধানের মূলনীতি ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেওয়া হয়?

উত্তর : ১৯৭৮ সনে ২য় ঘোষণাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।


১৪. প্রশ্ন : কোন আদেশবলে সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সন্নিবেশিত হয়?

উত্তর : ১৯৭৮ সনে ২য় ঘোষণাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।


১৫. প্রশ্ন : কোন আদেশবলে বাংলাদেশের নাগরিকগণ ‘বাংলাদেশি’ বলে পরিচিত হন?

উত্তর : ১৯৭৮ সনে ২য় ঘোষণাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।


১৬. প্রশ্ন : সংবিধানের কোন অনুচ্ছেদে ‘গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার’র নিশ্বয়তা দেয়া আছে?

উত্তর : ১১ অনুচ্ছেদ।


১৭. প্রশ্ন : সংবিধানের কোন অনুচ্ছেদে ‘কৃষক ও শ্রমিক’র মুক্তির কথা বলা আছে?

উত্তর : ১৪ অনুচ্ছেদ।


১৮. প্রশ্ন : সংবিধানের কোন অনুচ্ছেদে ‘নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ’ এর কথা বলা হয়েছে?

উত্তর : ২২ অনুচ্ছেদ।


১৯. প্রশ্ন : ‘সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’ বর্ণিত কোন অনুচ্ছেদে?

উত্তর : ২৭ অনুচ্ছেদে।


২০. প্রশ্ন : জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোন অনুছেদে?

উত্তর : ৩য় ভাগে, ৩২ অনুচ্ছেদে।