সাধারণ জ্ঞান : মানবদেহে রক্তের ভূমিকা - শেষ পর্ব

সাধারণ জ্ঞান September 21, 2016 1,662
সাধারণ জ্ঞান : মানবদেহে রক্তের ভূমিকা - শেষ পর্ব

রক্ত মানবদেহের একটি গুরুত্বপূর্ণ উপাদান। রক্তকে মানবদেহের জ্বালানিও বলা হয়। গুরুত্বপূর্ণ এই উপাদানটির অনেক কিছুই আমাদের অজানা। তাই মানবদেহে রক্তের ভূমিকা নিয়ে আজকের আয়োজনের শেষ পর্ব......


১. প্রশ্ন : রক্তকণিকা কী?

উত্তর : রক্তের প্লাজমার মধ্যে নির্দিষ্ট আকার ও গঠন বিশিষ্ট উপাদান বা রক্ত কোষসমূহকে রক্ত কণিকা বলে।


২. প্রশ্ন : রক্তে কত ধরনের কণিকা পাওয়া যায়?

উত্তর : প্রায় তিন ধরনের।


৩. প্রশ্ন : রক্তকণিকা কী কী?

উত্তর : লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা।


৪. প্রশ্ন : পলিসাইথিমিয়া কেন হয়?

উত্তর : লোহিত রক্তকণিকা বেড়ে গেলে।


৫. প্রশ্ন : এনিমিয়া কেন হয়?

উত্তর : লোহিত রক্তকণিকা কমে গেলে।


৬. প্রশ্ন : লিউকোমিয়া কেন হয়?

উত্তর : শ্বেত রক্তকণিকা বেড়ে গেলে।


৭. প্রশ্ন : লিউকোসাইটোসিস কেন হয়?

৮. প্রশ্ন : শ্বেত রক্তকণিকা বেড়ে যদি ২০০০-৩০০০ হয়।


৯. প্রশ্ন : থ্রম্বোসাইটোসিস কেন হয়?

উত্তর : অণুচক্রিকার সংখ্যা বেড়ে গেলে।


১০. প্রশ্ন : করোনারী থম্বোসিস কেন হয়?

উত্তর : হৃৎপিণ্ডে রক্ত জমাট বাঁধায়।


১১. প্রশ্ন : সেরিব্রাল থম্বোসিস কেন হয়?

উত্তর : মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায়।


১২. প্রশ্ন : পারপুরা কেন হয়?

উত্তর : অণুচক্রিকা কমে গেলে।


১৩. প্রশ্ন : থ্যালাসেমিয়া কেন হয়?

উত্তর : বিভিন্ন ধরনের অণুচক্রিকার সংখ্যা বেড়ে গেলে।


১৪. প্রশ্ন : রক্তচাপ কেন হয়?

উত্তর : হৃৎপিণ্ডের সংকোচন-প্রসারণের কারণে।


১৫. প্রশ্ন : রক্তচাপ কোথায় সৃষ্টি হয়?

উত্তর : মানুষের ধমনী ও শিরায়।


১৬. প্রশ্ন : মানুষের শরীরে আদর্শ রক্তচাপ কত?

উত্তর : ৮০/১২০।


১৭. প্রশ্ন : মানুষের শরীরে অনুকূল রক্তচাপ কত?

উত্তর : ৮০/১৩০।


১৮. প্রশ্ন : মানুষের শরীরে সর্বোচ্চ রক্তচাপ কত?

উত্তর : ৮৫/১৪০।


১৯. প্রশ্ন : রক্তচাপের কাজ কী?

উত্তর : রক্তসংবহনে এবং জালকতন্ত্রে পরিস্রাবণ প্রক্রিয়ায় সাহায্য করা, পরিস্রাবণ প্রক্রিয়ায় রক্ত থেকে কোষে পুষ্টি সরবরাহ করা, মূত্র উৎপাদন করা।


২০. প্রশ্ন : রক্তের বিভিন্ন উপাদানের মান কত?

উত্তর : লোহিত রক্তকণিকা পুরুষদের ক্ষেত্রে প্রতিঘনমিটারে ৪.৫-৫.৫ লাখ এবং মহিলাদের ক্ষেত্রে প্রতিঘনমিটারে ৪-৫ লাখ।