সাধারণ জ্ঞান : মানবদেহে রক্তের ভূমিকা - ১ম পর্ব

সাধারণ জ্ঞান September 19, 2016 2,036
সাধারণ জ্ঞান : মানবদেহে রক্তের ভূমিকা - ১ম পর্ব

রক্ত মানবদেহের একটি গুরুত্বপূর্ণ উপাদান। রক্তকে মানবদেহের জ্বালানিও বলা হয়। গুরুত্বপূর্ণ এই উপাদানটির অনেক কিছুই আমাদের অজানা। তাই মানবদেহে রক্তের ভূমিকা নিয়ে আজকের আয়োজনের ১ম পর্ব.......


১. প্রশ্ন : রক্ত কী?

উত্তর : এক ধরনের তরল যোজক কলা।


২. প্রশ্ন : মানবদেহে রক্তের কাজ কী?

উত্তর : অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইড এবং অন্যান্য বর্জ্য পদার্থ পরিবাহিত করে।


৩. প্রশ্ন : রক্তকে কীসের সঙ্গে তুলনা করা হয়?

উত্তর : মানবদেহের জ্বালানি স্বরূপ।


৪. প্রশ্ন : রক্তের মূল অংশ কয়টি?

উত্তর : ২টি।


৫. প্রশ্ন : রক্তের মূল অংশ কী কী?

উত্তর : রক্তরস (Blood Plasma) ও রক্তকণিকা (Blood corpuscle)।


৬. প্রশ্ন : রক্তের তরল অংশকে কী বলা হয়?

উত্তর : প্লাজমা।


৭. প্রশ্ন : রক্তকণিকা প্রধানত কত প্রকার?

উত্তর : তিন প্রকার।


৮. প্রশ্ন : শ্বেত রক্তকণিকার গড় আয়ু কতদিন?

উত্তর : ০১ থেকে ১৫ দিন পর্যন্ত।


৯. প্রশ্ন : হিস্টাসিনের কাজ কী?

উত্তর : এলার্জি প্রতিরোধ করা।


১০. প্রশ্ন : প্রাপ্তবয়স্ক মানুষের রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মান কত?

উত্তর : ০ থেকে ২০০ মিলিগ্রাম।


১১. প্রশ্ন : কোনটি বংশগত রক্তের রোগ?

উত্তর : থ্যালাসেমিয়া।


১২. প্রশ্ন : শিরার উৎপত্তি কোথায়?

উত্তর : কৈশিক জালিকা থেকে।


১৩. প্রশ্ন : হার্ট অ্যাটাক হয় কখন?

উত্তর : করোনারি ধমনি বন্ধ হয়ে গেলে।


১৪. প্রশ্ন : মানুষের রক্তের গ্রুপ-এ কতভাগ?

উত্তর : প্রায় ৪২%।


১৫. প্রশ্ন : মানুষের রক্তের গ্রুপ-ও কতভাগ?

উত্তর : ৪৬%।


১৬. প্রশ্ন : মেরুদণ্ডী প্রাণির রক্তে কতভাগ রক্তরস?

উত্তর : প্রায় ৫৫%।


১৭. প্রশ্ন : রক্ত জমাট বাঁধতে সাহায্য করে-

উত্তর : অনুচক্রিকা।


১৮. প্রশ্ন : এবি গ্রুপের রক্ত বহনকারীকে কী বলা হয়?

উত্তর : সর্বজনগ্রহীতা।


১৯. প্রশ্ন : ও গ্রুপের রক্ত বহনকারীকে কী বলা হয়?

উত্তর : সর্বজনদাতা।


২০. প্রশ্ন : রক্তরস (plasma) কাকে বলে?

উত্তর : রক্তের তরল, হালকা হলুদাভ অংশকে রক্তরস (plasma) বলে।