গিনেস বুকে নাম উঠল ১৩,৮৫২ কেজি ওজনের চকোলেটের

ওয়ার্ল্ড রেকর্ডস September 15, 2016 1,968
গিনেস বুকে নাম উঠল ১৩,৮৫২ কেজি ওজনের চকোলেটের

বড় বড় পাহাড়ের সমান চকোলেট বানিয়ে একাধিক সংস্থা খবরের শিরোনামে এসেছে । তবে এবার বিশ্বের সবচেয়ে বড় চকোলেটের শিরোপা উঠল চকোলেট প্রস্তুতকারী সংস্থা Hershey-র মাথায়।


১৩ হাজার ৮৫২.৭১ কেজির চকোলেটটি স্থান পেল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে।


গিনেস-এর তরফে জানানো হয়েছে, ১২ ফুট দৈর্ঘ্যের চকোলেটটি ১৫২ জন কারিগর মিলে তৈরি করেছেন। মোট ৯ দিন সময় লেগেছে চকোলেটটি তৈরি করতে। সংস্থার শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে তৈরি করা হয়েছে এই চকোলেট।